ভুবনেশ্বর: ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক শিবিরগুলির মধ্যে তৎপরতা তুঙ্গে। বুধবার ওড়িশার বলাঙ্গীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। কিন্তু প্রধানমন্ত্রীর এই সভা ঘিরে ইতিমধ্যেই তৈরী হয়েছে জোর বিতর্ক। প্রধানমন্ত্রীর হেলিকপ্টার অবতরনের জন্য যে হেলিপ্যাড তৈরি করা হয়েছে,তার জন্য কেটে ফেলা হয়েছে প্রায় শতাধিক গাছ। এই ঘটনার ফলে স্বাভাবতই প্রশ্ন উঠেছে,কেন এতগুলি গাছ কেটে ফেলা হল? ঘটনার দায় এড়িয়েছে স্থানীয় বন দফতরের পাশাপাশি রেল এবং পূর্ত দফতরও। এবিষয়ে ডিএফও সমীর শতপথী জানিয়েছেন,কার অনুমতিতে এবং কেন এই কাজ করা হয়েছে,খতিয়ে দেখছেন তাঁরা। প্রসঙ্গত, গত বছর নভেম্বর মাসে এই একই কারণে বিজেপি ও কংগ্রেসের তীব্র সমালোচনার মুখে পড়ে ওড়িশার বিজেডি সরকার। এবার কাঠগরায় বিজেপি। এদিকে দলের পাশে দাঁড়িয়ে বিধায়ক রবি নারায়ণ নায়ক বলেছেন,হেলিপ্যাডের ব্যবস্থা এবং নিরাপত্তার বন্দোবস্ত করা রাজ্য সরকারের দায়িত্বের আওতায় পড়ে। অন্যদিকে বিতর্ক আরও এক ধাপ বাড়িয়ে পেট্রোলিয়াম মন্ত্রী এবং প্রবীণ বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধানের দাবি, মোদীর সফরে ভয় পেয়েই বন দফতরের নাম ব্যবহার করে উল্টোপাল্টা প্রচার করছে বিরোধীরা।
Facebook
Instagram
Twitter

Rplus is most proud of how its work impacts the real world and how it is using its powerful reach to campaign for and with the people of Bengal.