ওয়েব ডেস্ক: জেহাদিদের নিশানায় এবার ফিলিপিন্সের একটি গির্জা। এদিন দক্ষিণ ফিলিপিন্সের মিনদানো এলাকায় জোলো ক্যাথোলিক গির্জায় জোড়া বিস্ফোরণ ঘটায় দুষ্কৃতীরা। হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭ জন সেনা, ২০ জন সাধারণ মানুষ। জখম হয়েছেন ১৪ জন সেনা জওয়ান, ২ পুলিশকর্মী ও ৬১ জন নাগরিক। পুলিশের সন্দেহ,হামলা চালিয়েছে ইসলামিক স্টেট অথবা ইসলামিক স্টেটের প্রতি অনুগত আবু সয়াফ গোষ্ঠী। ফিলিপিন্সের নিরাপত্তারক্ষীর মুখপাত্র এদগার্দ আরেভালো জানান, কড়া নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছে গোটা এলাকা। আহতদের নিয়ে যাওয়া হচ্ছে নিকটবর্তী হাসপাতালে। যদিও প্রতিবারের মতো এবারও হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি গোষ্ঠীই। ১৯৯৭ সালে জোলো এলাকায় ওই চার্চেরই ক্যাথলিক বিশপ বেঞ্জামিন ডি জেসাসকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। এবারও তারাই হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। জখমদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। বাড়তে পারে মৃতের সংখ্যা এমনটাই আশঙ্কা করা হচ্ছে। প্রতিরক্ষা সচিব ডেলফিন রলেনজ়ানা ঘটনার নিন্দা করে বলেছেন, উচ্চ পর্যায়ে তদন্ত চালানো হবে।