দক্ষিন ২৪ পরগণা : কোচিং থেকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ তরুণী। ঘটনাটি ঘটেছে রাত ৯টা নাগাদ সোনারপুর অঞ্চলের কাছে গোড়খারা অগ্রদুত ক্লাবে। সূত্রের খবর, রাতে বাড়ি ফেরার পথে পুজা মহাজন নামে সোনারপুর মহাবিদ্যালয়ের বি এ দ্বিতীয় বর্ষের ছাত্রীর পথ আটকায় দুই দুষ্কৃতী। অভিযোগ, কালো রঙের বাইকে চেপে দুই যুবক তরুণীকে ধাওয়া করে এসে পথ আটকায় তার। এরপরই ওই ছাত্রীর সঙ্গে কথা কাটাকাটি হতে থাকে দুই যুবকের। বচসা চলাকালীন দুষ্কৃতিদের মধ্যে থেকে একজন তরুণীকে খুব কাছ থেকে গুলি করে। গুলি তরুণীর মাথায় লাগলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পরে। ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ওই তরুণীকে স্থানীয় পিয়ারলেস হাসপাতালে নিয়ে যায় এলাকার বাসিন্দারা। হাসপাতালে ভর্তি করার পর রাতেই মৃত্যু হয় পুজার।
তরুণীর মৃত্যুর ঘটনায় এলাকা ব্যপক উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছায় সোনারপুর থানার পুলিশ ও বারুইপুর জেলা পুলিশের সুপার অজয় দাস। সূত্রের খবর, পুজার বাড়ি সোনারপুরের গোড়খার ঘোষ পাড়ায়। প্রত্যক্ষদর্শীদের কথায়, সন্ধ্যের পর থেকেই ওই দুই অভিয়ুক্ত যুবককে পালসার বাইক নিয়ে এলাকায় ঘুরতে দেখা যায়। পুজা মহাজন নামে ওই তরুণী একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। তরুণীকে এলাকায় দেখেই তারা ধাওয়া করে। বচসা ও ধস্তাধস্তির পর বাড়ির গলিতে ঢোকার মুখে খুব কাছ থেকে অভিযুক্ত যুবকের মধ্যে থেকে একজন তাকে খুব কাছ থেকে গুলি করে। তবে দুই যুবকেরই রুমাল দিয়ে মুখ ঢাকা ছিল। দুই যুবকের গলায় লাভ লেখা লকেট ছিল। ঘটনার দিন অফিস থেকে কামরাবাদে মামার বাড়িতে গিয়ে মার সঙ্গে দেখা করে আসে পুজা। রাতে টিফিন কিনে বাড়ি ফিরছিল সে। স্থানীয় বাসিন্দারা জানায় ,ঘটনার দিন পুজার বাড়ীতে কেউ ছিল না। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান ,প্রেম ঘটিত কারণের জেরে এই ঘটনা ঘটেতে পারে। ঘটনার দিন রাতেই তার প্রাক্তন প্রেমিক সুমন পালকে পুলিশ গ্রেপ্তার করে। তবে তদন্তের জেরে উঠে এসেছে আরো একটি চাঞ্চল্যকর তথ্য, পূজা মহাজনের বাবা সনু মহাজনের নামে লক্ষ লক্ষ টাকা প্রতারনার অভিযোগ রয়েছে। তিনি এই মুহুর্তে জেলে রয়েছেন। বাবার সেই প্রতারিতরাই এই কাজ করিয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। কিন্তু তদন্তে নেমে পুলিশের কাছে উঠে আসে সৌমেন কয়াল নামে আরো একজনের নাম। পুলিশ সূত্রে খবর, তিনি পুজার প্রেমিক। দুজনেরই একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে। পুজার মোবাইলে একাধিক ঘনিষ্ঠ ছবি আছে দুজনের। সম্প্রতি পুজার সাথে টলিগঞ্জের এক যুবকের সম্পর্ক গড়ে ওঠে। সেই কারণেই সৌমেনের সঙ্গে সম্পর্কের অবনতি হতে শুরু করে পুজার। পুজার পরিবারের তরফে অভিযোগ বাড়িতে এসে পুজাকে হুমকি দেয় সৌমেন। এরপরেই পুজার এই পরিণতি হয়েছে বলে মনে করছে তদন্তকারী অফিসাররা। একই দিনে সোনারপুরে গৃহবধুকে ধর্ষনের চেষ্টার ঘটনা ঘটে। বাধা দেওযায় গৃহবধুকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে৷ ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার চৌহাটিতে ৷ দুপুরবেলায় বাড়ির বাথরুমে ঢুকে মুখে কাপড় বেঁধে অন্ধকারের মধ্যে দাঁড়িয়েছিলেন অভিযুক্ত৷ গৃহবধু বাথরুমে ঢুকতেই তার সাথে ধস্তাধস্তি শুরু হয় অভিযুক্তের৷ নির্যাতিতার পরনের পোষাকও ছিঁড়ে দেন অভিযুক্ত ৷ গৃহবধু চিৎকার করে বাথরুমের বাইরে বেরিয়ে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত৷ অভিযুক্তের নাম রমজান পৈলান বলে জানা গিয়েছে ৷ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ এই ঘটনার জেরে সোনারপুর এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে ৷ সোনারপুরের সাধারণ বাসিন্দাদের অভিযোগ এলাকায় দুষ্কৄতি দৌরাত্ম্য বেড়েই চলেছে ৷ সন্ধে নামলেই রাস্তায় বেড় হতে ভয় পাচ্ছেন তারা ৷