Date : 2024-04-19

১৫ বছর পর ময়দানে লাল-হলুদ মিথের অধ্যায় শুরু হল

ওয়েব ডেস্ক: এবার ময়দানে কান পাতলে সমর্থকদের মধ্যে ঘোরাফেরা শুরু এক অন্য মিথের গল্প৷ ১৫ বছর পর ডার্বির রং লাল-হলুদ। এই প্রশ্ন নিয়ে জল্পনা বা স্মৃতি উসকানোর বিষয় সরিয়ে রবিবাসরীয় মেগা ডার্বিতে হাড্ডাহাড্ডি ফুটবল যুদ্ধ দেখলেন বাঙালি ফুটবলপ্রেমীরা৷ লাল-হলুদ জার্সি গায়ে মরসুমের শুরু থেকে নজর কাড়ছিলেন জেবি জাস্টিন। ম্যাচের শেষে তিনিই ডার্বি জয়ের নায়ক হয়ে রইলেন। এদিন ৭৫ মিনিটে তিনি এই ডার্বি মরসুমে ৮ তম গোলটি করেন৷ এই ম্যাচের পর তাঁর আই লিগে ৪ টি সহযোগিতা ও ৮ টি গোল হল ৷ এই ম্যাচে জয়ের ফলে আই লিগ টেবলে চার নম্বরে ইস্টবেঙ্গল ৷ ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ২৫ ৷ টেবলের এক নম্বরে থাকা চেন্নাই সিটি-র সঙ্গে পয়েন্টের পার্থক্য ৫ ৷ অন্যদিকে লিগ টেবলের ৬ নম্বরে রয়েছে মোহনবাগান তাদের পয়েন্ট ১৪ ম্যাচে ২১৷ রবিবার যুবভারতীতে মোহনবাগানকে ফেরানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলেন নতুন কোচ খালিদ জামিল ৷ শঙ্করের আমলের আই লিগ ডার্বিতে হারের পর এই ডার্বিও সেই অধরাই রয়ে গেলেও ৷৩৫ মিনিটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন সান্টোস। প্রথমার্ধ শেষ হয় ওই ফলাফলেই। দ্বিতীয়ার্ধের কয়েক মিনিট যেতে না যেতেই মোহনবাগান গোল পায়। কিন্তু সেটি বাতিল করেন রেফারি।

খাতায় কলমে, স্লোগানে স্লোগানে এই ডার্বিকে অনেকেই সনি নর্ডির ডার্বি বলেছেন৷ কারণ একাধিক৷ সবুজ-মেরুণ জার্সিতে শেষ দুই ম্যাচে বাগান জনতার কাছে তিনিই ত্রাতা, তিনিই ভগবান! গোল করছেন, গোল করাচ্ছেন৷ আর সনি ডার্বিতে নামলে যে বড়ো ম্যাচ হারে না বাগান৷ সেই মিথই ছিল সমর্থকদের বড় ভরসা৷ শেষ ডার্বিতে চোটের জন্য মাঠের বাইরে ছিলেন৷ ফিরে অনেক তাগিদ অনেক লড়াই! মাঠেও লড়লেন, নব্বই মিনিট৷ কিন্তু আলেজান্দ্রোর ঠিক করে দেওয়া মাপা মার্কিংয়ে সনি এদিন যেন খাঁচায় বন্দি বাঘ৷ গর্জনে গর্জনে মিনিট কাটলেও বর্ষণ হল না৷ বিশ্রী ফাউল করে হলুদ কার্ড করতে হয় সবুজ-মেরুন তারকাকে। তুলনায় ডিসেম্বর ডার্বির নায়ক জবিকে নিয়ে স্লোগানে ডেসিবেল থাকলেও সোনি সোনি চিৎকারের কাছে সেটা ঢাকা পড়েছিল৷ দিনের শেষে সেই সনির মঞ্চেই আলো কাড়লেন কেরালিয়ান৷ লাল-হলুদের হয়ে গোল করলেন, গোল করালেন৷ দ্বিতীয়ার্ধে তাঁর পিচকার পারফেক্ট হেড দেখে মনে হতেই পারে এ তো এক ছোবলেই …৷ মাঠে টিফোয় টিপ্পনি’র পর এবার ম্যাচ শেষে লাল-হলুদ সমর্থকরা গান ধরেছেন, ‘জবির পায়ে বল, ডার্বি জেতে ইস্টবেঙ্গল৷’ সঙ্গে জুড়েছে ‘জ, এ জবি আসছে তেড়ে’‍-র মতো স্লোগান৷ ময়দানে নতুন মিথ এবার শুরু হলো বলে৷