Date : 2024-03-19

সোয়াইন ফ্লু-তে আক্রান্ত , হাসপাতালে ভর্তি অমিত শাহ

দিল্লি : ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি বিরোধী জোট শিবির। ২০১৯ লোকসভা ভোটের আগে চড়তে শুরু করেছে রাজনৈতিক পারদ। এর মধ্যেই দলের দুশ্চিন্তা দ্বিগুণ বাড়িয়ে হাসপাতালে ভর্তি হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বুধবার রাতে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হন নরেন্দ্র মোদীর ছায়াসঙ্গি অমিত শাহ । ১৯ শে জানুয়ারি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একত্রিত মঞ্চে মিলিত হতে চলেছে মহাজোটের শরিকরা। অবিজেপি প্রায় সমস্থ দলগুলোই নির্বাচনের আগে বিজেপিকে এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ ।

বুধবার রথযাত্রা বাতিল হওয়ার পর রাজ্য বিজেপির তরফে পাঁচটি জনসভা ঘোষণা করা হয়েছে। ২০, ২১ ও ২২ জানুয়ারি রাজ্য বিজেপির তরফে ঘোষিত জনসভায় উপস্থিত থাকার কথা অমিত শাহ-র। অসুস্থতার কারণে তিনদিনের মধ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতির পক্ষে এই কর্মসূচীতে যোগ দেওয়া যে আদৌ সম্ভব নয় তা চিন্তা করে রাজ্য বিজেপির কপালে ভাঁজ পড়েছে। বুধবার একটি ট্যুইট বার্তার মাধ্যমে নিজের অসুস্থতার কথা জানিয়ে অমিত শাহ লিখেছেন, “আমি সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছি, চিকিৎসা চলছে।” পাশাপাশি তিনি আরও লেখেন, “ঈশ্বরের কৃপায় এবং আপনাদের সকলের আশির্বাদে খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠব।” তবে হাসপাতালের তরফে পাওয়া শেষ  রিপোর্ট অনুসারে, অপাতত বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ-র অবস্থা অনেকটাই স্থিতিশীল। পরিস্থিতি স্বাভাবিক থাকলে দিন দুয়েকের মধ্যেই তাকে ছেড়ে দিতে পারে হাসপাতাল কর্তৃপক্ষ।