নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের আগে সংসদে শুরু হল অন্তর্বর্তীকালীন বাজেট অধিবেশন। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের এটাই এই দফার শেষ অধিবেশন। অর্থমন্ত্রী অরুণ জেটলি অসুস্থতার কারনে দেশের বাইরে থাকায় এবার বাজেট পেশ করবেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। ফেব্রুয়ারির ১৩ তারিখ এই অধিবেশন শেষ হবে। সংসদের সেন্ট্রাল হলে এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণ দিয়ে অধিবেশন শুরু হয়। মোদী সরকারের এটি এই দফায় শেষ অধিবেশন হওয়ার কারণে শীতকালীন অধিবেশনে পাশ না হওয়া দুটি বিলও এবার পাশ করাতে পারে কেন্দ্র। নাগরিকত্ব সংশোধন বিল এবং তিন তালাক বিল লোকসভায় পাশ হলেও রাজ্যসভায় এখনও পাশ হয়নি। কারণ লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকলেও রাজ্যসভায় এনডিএ সংখ্যালঘু। এদিকে এই দুটি বিলের বিরোধীতায় প্রথম থেকেই সরব হয়েছে বিরোধীরা। সেক্ষেত্রে সেই প্রসঙ্গ উত্থাপিত হলে সংসদে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সূত্রের খবর, বাজেট অধিবেশনেই রাফালে নিয়ে ক্যাগের রিপোর্ট সংসদে পেশ করা হতে পারে। ভোটের পর নতুন সরকার এসে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে, এমনটাই খবর। এদিকে বাজেট অধিবেশন সুষ্ঠুভাবে শেষ করতে বুধবার সর্বদলীয় বৈঠক করেন লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন। অধিবেশনের আগে বুধবার সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু। এদিন বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির রামনাথ কোবিন্দ তাঁর ভাষণে উল্লেখ করেন রাফাল যুদ্ধবিমানের কথা। এই অত্যাধুনিক যুদ্ধবিমানের বিপুল প্রয়োজনীয়তার কথা উল্লেখ করলেন তিনি।