Date : 2024-03-29

রেলে বিশ্রামের জন্য মিলবে “ক্যাপসুল” হোটেল…

ওয়েব ডেস্ক: দুরপাল্লার রেল যাত্রীদের জন্য আরও সুবিধা নিয়ে আসতে চলেছে ভারতীয় রেল। ট্রেনের জন্য অপেক্ষা করে আগে যাত্রীদের কাটাতে হতো স্টেশনে অথবা ওয়েটিং রুমে। রোদে,জলে সেখানে বেশ সমস্যার মুখেই পড়তে হতো যাত্রীদের, রেলের ওয়েটিং রুম বা বিশ্রামঘরের মান নিয়ে অভিযোগ ভূরি ভূরি।। এবার সেই সমস্যা থেকে মুক্তি দিতে ক্যাপসুল হোটেল আনতে চলেছে IRCTC।ওয়েটিং রুমের পরিবর্তেই ৩০টি ক্যাপসুলের হোটেল থাকবে যাত্রীদের জন্য। একটি জাতীয় সংবাদ মাধ্যমে এই খবর প্রথম প্রকাশিত হয় রেলের তরফে। এই অভিনব উদ্যোগ প্রথম সেন্ট্রাল মুম্বাইয়ের একটি স্টেশনে আসতে চলেছে বলে রেলের তরফে জানানো হয়েছে। এই উদ্যোগ সফল হলে অন্যান্য স্টেশনেও মিলবে ক্যাপসুল হোটেল পরিষেবা। সেইমতো পশ্চিম রেলওয়ের কাছে প্রস্তাব জমা পড়েছে। পশ্চিম রেলের জনসংযোগ আধিকারিক পিনাকিন মোরাওয়ালার সাক্ষাৎকার অনুযায়ী, কমপক্ষে ৩০টি ছোট ছোট ক্যাপসুলের হোটেল বানানোর পরিকল্পনা করা হচ্ছে। প্রতিটি ক্যাপসুল কমপক্ষে ৫-৭ ফুট হবে। ভিতরে লাইট, WiFi, এবং বিনোদনের জন্য থাকবে টিভির স্ক্রিন, এছাড়া থাকবে লকার এবং USB পোর্টের ব্যবস্থা থাকবে। এমনকি থাকবে ক্যাপসুলের ভিতর তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা। এক একটি ক্যাপসুলে যাত্রীরা ৭ থেকে ৮ ঘন্টা বিশ্রাম নিতে পারবেন। এই ধরনের ক্যাপসুল জাপানে, ইউরোপে প্রথম চালু হয়। এবং পরবর্তীকালে ইউরোপের বিভিন্ন দেশগুলি এই প্রযুক্তির প্রচলন হতে থাকে। তবে এই ধরনের ক্যাপসুল হোটেলের পরিষেবা পেতে গেলে কত টাকা ভাড়া দিতে হবে তা নিয়ে অবশ্য মুখ খোলেনি রেল কর্তৃপক্ষ।