Date : 2024-04-23

অযোধ্যার জমি ফিরে পেতে দায়ের হল রিট পিটিশন

নয়া দিল্লি: লোকসভা ভোটের আগে আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে রামমন্দির ইস্যু। আরএসএস এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলি মন জয় করতে এবার কেন্দ্রীয় সরকারের তরফে সুপ্রিম কোর্টে দায়ের করা হল রিট পিটিশন। মোট ৬৭ একরের মধ্যে বিতর্কিত জমির পরিমাণ ২.৭৭ একর ৷ সেই বিতর্কিত জমি ছাড়া বাকি জমি কেন্দ্রের কাছে ফিরিয়ে দেওয়ার আর্জি জানাল কেন্দ্র ৷ আজ অর্থাৎ ২৯ জানুয়ারি থেকে অযোধ্যা মামলার শুনানি শুরু হওয়ার কথা ছিল ৷ কিন্তু পাঁচ প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চে থাকা বিচারপতি এস এ বোবদে ছুটিতে থাকায় পিছিয়ে গেল অযোধ্যা মামলার শুনানি ৷ শুনানির পরবর্তী দিন এখনও ঘোষণা করা হয়নি। প্রসঙ্গত ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির বড় হাতিয়ার ছিল রামমন্দির ইস্যু। ক্ষমতায় এলে অযোধ্যায় রামমন্দির বানানোর প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল বিজেপির তরফে। কিন্তু বিগত চার বছরে সে প্রতিশ্রুতি পূরণ হয়নি। ২০১৩ সালে রামজন্মভূমি নিয়ে রায় দিয়েছিল এলাহবাদ হাইকোর্ট। সেই রায় অনুযায়ী, ৬৭ একর জমির উপর স্থিতাবস্থা জারি করা হয়েছে। ভোটের মুখে সেই দাবিকে ফিরিয়ে এনে ভোটব্যাঙ্ক তাদের দখলে করতে চাইছে গেরুয়া বাহিনী, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।