Date : 2024-04-18

অদেখা চাঁদকে জানতে চান? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য…

ওয়েব ডেস্ক: চাঁদের সম্পূর্ণ অংশ কি আদৌ পৃথিবী থেকে দেখা যায়? নাকি এখনও চাঁদের একটা দিক পৃথিবীর কাছে অজানা? চাঁদের যে দিক পৃথিবী থেকে দেখা যায় না সেই দিকেই এবার প্রথমবারের মতো একটি রোবট যান নামাতে চলেছে চিন। এই সংবাদ পাওয়া গিয়েছে চিনেরই একটি গণমাধ্যমের মারফত। চিনের এই অভিযানের নাম চাং ই-৪। তাদের এই অভিযানে চাঁদের যে অংশে যানটি নামানোর পরিকল্পনা করা হয়েছে সেই অংশের নাম ভন কারমান ক্র্যাটার। তবে সব থেকে অবাক করা বিষয়, চাঁদের এই অংশটি কখনও পৃথিবীর দিকে ঘোরে না। আর তাই চাঁদের এই অদেখাকে দেখতে আগ্রহ পৃথিবীবাসী। তবে সমস্যা একটাই, নতুন বছরের প্রথম মাসের আগে যানটিকে চাঁদে অবতরণ করা সম্ভব হবে না। ইতিমধ্যেই শিচ্যাং উৎক্ষেপণ কেন্দ্র থেকে রোবট যানটিকে চাঁদে পাঠানো হয়ে গিয়েছে। বিজ্ঞানীদের ‘ভর কারমান ক্র্যাটার’ নামে চাঁদের অংশটি নিয়ে আগ্রহ অনেকদিনের। কারণ এই জায়গা চাঁদের সবচেয়ে পুরনো। বিজ্ঞানীরা আশা করছেন এই মিশনের মাধ্যমে ওই এলাকার ভৌগলিক বৈচিত্র্য এবং পাথর-মাটির বৈশিষ্ট্য বোঝা যাবে। তবে এই মিশনের আরেকটি লক্ষ্য হবে, চাঁদের অপর পাশে একটি বেতার যোগাযোগের পরিবেশ তৈরি করা। যাতে সেখানে ভবিষ্যতের টেলিস্কোপ স্থাপনের একটি ক্ষেত্র তৈরি করা যায় সেদিকেও নজর রাখা। পাশাপাশি এই রোবটযানটিতে ৩ কেজি আলুর বীজ আর ফুলের বীজ নিয়ে যাওয়া হচ্ছে। এই বীজগুলি দিয়ে চাঁদে জীববিজ্ঞানের কিছু পরীক্ষাও চালানো হবে।