মালদহ: গভীর রাতে বাড়ির মধ্যে প্রবেশ করে দুঃসাহসিক ডাকাতি। ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচক থানার জালালপুর এলাকার পূর্ব চাঁদপুরে। বাড়ির মালিক মহম্মদ মুস্তাকের অভিযোগ, বৃহস্পতিবার মধ্যরাতে সুযোগ বুঝে ১০ জনের সশস্ত্র দুষ্কৃতীর দল বাড়িটিতে ঢুকে ভাঙচুর চালায়। মুস্তাকের ছেলে জাহাঙ্গীর আলমকে মাথায় বন্দুক ঠেকিয়ে হুমকি দেয় দুষ্কৃতিরা। এক ঘন্টা ধরে লুঠপাট চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী ও গয়না নিয়ে চম্পট দেয় ডাকাত দলটি, এমনটাই অভিযোগ বাড়ির মালিকের। এই প্রসঙ্গে প্রতিবেশিরা জানিয়েছেন, মধ্যরাতে এই ঘটনায় তারা বাড়ির বাইরে এসে দেখেন লোহার রড় দিয়ে বেশ কিছু দুষ্কৃতি মুস্তাক ও তার ছেলেকে মারধর করছে। অন্যদিকে, বাড়ির মধ্যে হামা চালাচ্ছে তাদেরই আরেক দল। ওই রাতেই খবর দেওয়া হয় স্থানীয় কালিয়চক থানায়। তবে পুলিশ আসার আগেই এলাকা ছাড়া হয় ওই দুষ্কৃতিরা বলে অভিয়োগ প্রতিবেশিদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে ইতিমধ্যেই তাদের তল্লাশি শুরু করা হয়েছে। তবে পুলিশের অনুমান, ১০ জনের দুষ্কৃতি দল আগে থেকে পরিকল্পনা করে তবেই ওই বাড়ির ওপর হামলা চালিয়েছে। যদিও এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানায় কালিয়াচক থানার পুলিশ।