Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • চাকরিহারাদের বিক্ষোভে অবরুদ্ধ হয়ে পড়ে হাজরা মোড়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টাও করেন তাঁরা।
  • প্রায় ৪০ মিনিট প্রধানমন্ত্রী- প্রতিরক্ষামন্ত্রী বৈঠক। পহেলগাঁওয়ের বর্তমান পরিস্থিতি থেকে শুরু করে দেশের সার্বিক সুরক্ষা নিয়ে বৈঠকে আলোচনা হয়।
  • ‘পহেলগাঁও ঘটনা নিয়ে রাজনীতি নয়। মানুষ আমাদের সঙ্গে আছে। কাশ্মীরে এ বার সন্ত্রাসের শেষের শুরু’। জম্মু-কাশ্মীর বিধানসভায় দাঁড়িয়ে বার্তা ওমর আব্দুল্লার।
  • পহেলগাঁও হামলা নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে নিশানা। ভোজপুুরি গায়িকা নেহা সিং রাঠোরের বিরুদ্ধে FIR। দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে নেহার বিরুদ্ধে।
  • রাফাল নিয়ে বড় চুক্তি ভারত ও ফ্রান্সের। ৬৩ হাজার কোটি টাকার চুক্তি হয়েছে। ২৬ টি রাফাল এম যুদ্ধবিমান কেনার চুক্তি হয়েছে দুই দেশের। ২২টি সিঙ্গল সিটার জেট এবং ৪টি টুইন সিটার ট্রেনিং যুদ্ধবিমান মিলবে এই চুক্তিতে।
  • প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল মামলার শুনানি শুরু হবে ৭ মে। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চ মামলাটি শুনবে। সবপক্ষকে ওই পেপার বুক জমা দেওয়ার নির্দেশ আদালতের।
  • সল্টলেকের CE ব্লকের ৮৬ নং বাড়ির দোতলায় আগুন। দমকলের ২টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। শর্ট সার্কিটের কারণে আগুন, প্রাথমিক অনুমান দমকলের।
  • সাঁইথিয়ায় বিস্ফোরণ। উড়ল মাটির বাড়ির দেওয়াল। তদন্তে পুলিশ। 
  • ১৬টি পাকিস্তানি ইউ টিউব চ্যানেল ভারতে বন্ধ করার সিদ্ধান্ত। পহেলগাঁও হামলার পর এই সিদ্ধান্ত।
  • নিয়ন্ত্রণ রেখায় ফের গুলি পাক সেনার। কুপওয়ারা এবং পুঞ্চ এলাকায় গুলি চলে।
  • ‘৬ দিন হয়ে গেল, আর কবে।’ বিমানবন্দরে জানান পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী। সোমবার পাঠানকোট রওনা দেন তিনি।
  • দিঘাগামী দুটি স্পেশাল ট্রেন বাতিল করল রেল। ২৬ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত বিশেষ ট্রেন চলার কথা ছিল। হাওড়া-দিঘা ও পাঁশকুড়া-দিঘা রুটে এই ট্রেন চলার কথা ছিল।
  • সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরের জেলাতেও ঝড় ও হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।    
  • New Date 2025-4-28
  • New Time 07:05:23 PM
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ দাঁতালের

12
January 2019

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ দাঁতালের

মেদিনীপুর: রাতের অন্ধকারে বেঘোরে প্রাণ হারালো পূর্ণবয়স্ক দুই দাঁতাল। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সদর ব্লকের নেপুরা এলাকায়। শনিবার সকালে একটি ইঁটভাটার কাছে পড়ে থাকতে দেখা যায় হাতি দুটিকে। স্থানীয়দের অনুমান, হাইটেনশন তারে বিদ্যুত্স্পৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে ওই দুই হাতির। স্থানীয়দের দাবি, হাইটেনশন তারের তলা দিয়ে যাচ্ছিল হাতির একটি পাল। আর সেখানেই ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার ঝুলেছিল। তাতে লেগেই ঘটে যায় ওই ভয়ঙ্কর ঘটনা। তবে হাতি দুটির মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখেছে বন দফতর। যদিও এই প্রসঙ্গে এলাকাবাসীদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই এই তার ঝুলে ছিল সেখানে। বিদ্যুত দফতরে যোগাযোগ করা হলেও কোনও রকম সুরাহা মেলেনি। পাশাপাশি এলাকাবাসী জানায়, দিন ১৫ ধরে ৩০-৩৫ টি হাতির একটি দল গোটা এলাকা দাপিয়ে বেড়াচ্ছিল। বনদফতরের কর্মীরা একটি দলকে সরিয়ে নিয়ে গেলেও ফের তাদের দাপাদাপি শুরু হয়। আর সেই থেকেই এমন বিপত্তি বলে মনে করছেন এই গ্রামের বাসিন্দারা।



Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election