উত্তর দিনাজপুর: কয়েকদিন আগে বাড়ি থেকে হারিয়ে গিয়েছিল ছোট্ট ছেলেটি। তাকে ফিরে পাওয়ার আশা ক্রমশ ক্ষীণ হচ্ছিল পরিবারের। কিন্তু কোলের সন্তানকে যে আবার ফিরে পাবেন তা ভাবতে পারেনি জন্মদাত্রী। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বাসিন্দা বিষম ওরাও। গত রবিবার কাজ করার জন্য কলকাতার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয় সে। কিন্তু বীরভূমের কাছে এসে সে তার পথ হারিয়ে ফেলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত আড়াইটা নাগাদ সদাইপুর থানার একটি পেট্রলিঙ ভ্যান জাতীয় সড়কের উপর তাকে ঘুরে বেড়াতে দেখতে পায়। পুলিশের সন্দেহ হলে তাকে থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ চালিয়ে জানা যায়, সে মাঝ রাস্তায় পথ হারিয়ে ফেলেছিল। আর তারপর থেকে এখানে ওখানে ঘুরেই সে দিন কাটিয়েছে। পুলিশের পক্ষ থেকে পুরো ঘটনা জানার পর বিষমের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। তাদেরকে বলা হয় থানায় এসে তাদের ছেলেকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। শুক্রবার সকালে বিষমের বাবা, মা এবং মামা বীরভূমের সদরপুর থানাতে এসে ছেলেকে ফেরত নিয়ে যায়। ছেলেকে ফিরে পেয়ে বিষমের পরিবার বেশ খুশি।