ওয়েব ডেস্ক: কলকাতার ব্রিগেড ময়দান সেজে উঠেছে ঐক্যবদ্ধ ভারতের মঞ্চ। শনিবার সভার শুরুতেই মঞ্চে একে একে দেশের বিভিন্ন প্রদেশের জাতীয় স্তরের নেতারা তাদের বক্তব্য পেশ করতে শুরু করেন। সভায় উপস্থিত ছিলেন বিহারের সাংসদ তথা লোকতান্ত্রিক জনতা দলের নেতা শরদ যাদব বলেন- ” নোটবন্দী ও জিএসটি-র জন্য দেশে ৭ কোটি মানুষ ক্ষতিগ্রস্থ। বেকারত্ব চরম সীমায় পৌঁছেছে। ময়দানে পুরো ভারত জমায়েত হয়েছে। সিবিআই, রিজার্ভ ব্যাঙ্কের মতো সংস্থার স্বতন্ত্রতা ক্ষুন্ন হয়েছে। দেশের স্বাধীনতা বিপন্ন, দেশের সৈনিকরা বিপদের সম্মুখীন হয়েছে। সবাইকে এক হয়ে লড়াই করে দেশের স্বাধীনতা বাঁচাতে হবে। “সকাল থেকেই ব্রিগেডে একে একে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল এসে পৌঁছতে শুরু করে। কানায় কানায় পূর্ণ ব্রিগেড ময়দানের সভাস্থল যেন দেশের বিভিন্ন আঞ্চলিক দলের উপস্থিতিতে রামধনুর চেহারা নিয়েছে। কাশ্মীর থেকে কম্যাকুমারীর, দেশের সমস্থ ভাষা-সংস্কৃতি যেন এক মঞ্চে উঠে এসেছে। ভিন্ন ভিন্ন ভাষা-সংস্কৃতি হলেও সভামঞ্চ থেকে রাজনৈতিক মতাদর্শে একক ও জোটবদ্ধ সংগ্রামের ডাক দিলেন জাতীয় স্তরের বিজেপি বিরোধী নেতারা। ব্রিগেড সভা থেকে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা কেন্দ্রে বিজেপির সাম্প্রদায়িক নীতির তীব্র নিন্দা করেন। ধর্মের ভিত্তিতে বিজেপি দেশ জুরে হিন্দু-মুসলিমের বিভাজন সৃষ্টির চেষ্টাকে কটাক্ষ করে বলেন- ” স্বাধীনতার ৭০ বছর পর বিচ্ছিন্নতাবাদী শক্তির অপচেষ্টায় দেশ বিপদের মুখে আছে। কাশ্মীরি মুসলমানদের পাকিস্তানি বলা হয়”। বাঙলিদের কাশ্মীরে আসতে আহ্বান জানান ফারুক আব্দুল্লাহ। পাশাপাশি তিনি দেশে সাম্য ও সৌভ্রাতৃত্ব বজায় রাখতে বিজেপিকে প্রতিরোধ গড়ে তোলার ডাক দেন। ” ইভিএম মেশিন ‘চোর মেশিন’, দুনিয়ার কোন দেশের নির্বাচনে এই মেশিনের ব্যবহার নেই। নির্বাচন কমিশনের কাছে ইভিএম ব্যবস্থা তুলে দিয়ে ব্যালট ব্যবস্থা ফিরিয়ে আনার আর্জি জানানো হবে।” ব্রিগেডের মহাজোট সভামঞ্চ থেকে ব্যালট ব্যবস্থার মাধ্যমে দেশে ভোট প্রক্রিয়ার জন্য সওয়াল করেন ফারুক আব্দুল্লাহ।
Facebook
Instagram
Twitter

Rplus is most proud of how its work impacts the real world and how it is using its powerful reach to campaign for and with the people of Bengal.
Recent News
- ট্যাংরা থানা পেতে চলেছে নতুন ভবন
- নজিরবিহীন ঘটনা বিধানসভায়! শাহী সমাবেশের আগে শাসক, বিরোধীদের স্লোগানে তপ্ত আইনসভা।
- পঞ্চায়েত নির্বাচনএখন অতীত! শয়ে শয়ে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা দলে ফিরতে চেয়ে আবেদন।
- SSC র নিয়োগে জটিলতা, কাউন্সিলিং বন্ধমামলায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল।।
- প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তির নির্দেশিকা জারি করল শিক্ষা দফতর।