ওয়েব ডেস্ক: বিমানযাত্রা বেশি আরামের নাকি রেলযাত্রা? এই নিয়ে প্রশ্ন করলে নিঃসন্দেহে উত্তরটা হবে বিমানযাত্রা। রেলযাত্রার থেকে দ্বিগুণেরও বেশি সময় আগে বিমানযাত্রায় গন্তব্যে পৌঁছে যায় মানুষ। তাছাড়া গতিবেগের আকাশ পাতাল পার্থক্য তো আছেই, এদেশে রেলযাত্রায় মেলেনা বিমান যাত্রার মতো নানান সুযোগ সুবিধা। আর সেই রেলযাত্রাকে উন্নত করতে নানা সুযোগ নিয়ে আসতে চলেছে আইআরসিটিসি। রেলেযাত্রায়ও এবার মিলতে চলেছে বিমানযাত্রার মতো ইন-ফ্লাইট শপিং এর স্বাদ। অনেকে হয়তো ভাবছেন, ঝালমুড়ি, নানারকম ফল, খাবার জিনিস নিয়ে হকাররাই ওঠেন, আবার নতুন করে শপিং কিসের ? এইধরনের শপিং একটু আলাদা। যেখানে প্রসাধনী, ঘর-গৃহস্থালীতে দৈনন্দিন ব্যবহারের পণ্যের পাশাপাশি ফিটনেস বাড়ানোর উপকরণও মিলবে। মোট ১৬টি এক্সপ্রেস/মেল ট্রেনে এই সুবিধা মিলবে। আগামী জানুয়ারি থেকেই পশ্চিম রেলের মুম্বই ডিভিশনের ১৬টি মেল/এক্সপ্রেস ট্রেনে পরীক্ষামূলক ভাবে ধাপে ধাপে এই পরিষেবা চালু হতে চলেছে। তবে কোন খাদ্যদ্রব্য বা তামাকজাত দ্রব্য বা নেশার জিনিস থাকছে না শপিং-এর তালিকায়। নগদের বদলে যাত্রীরা ক্রেডিট অথবা ডেবিট কার্ডে কেনাকাটা জন্য থাকছে পিওএস মেশিন। এছাড়া থাকছে আরো একটি চমক, বুদ্ধিস্ট সার্কিট ট্যুরিস্ট ট্রেনে সফরের জন্য টিকিট বুক করলে আইআরসিটিসি’র তরফে দ্বিতীয় ব্যক্তির টিকিটে ৫০ শতাংশ ছাড় দেওয়ার কথাও সম্প্রতি জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। এই মর্মে বেসরকারি সংস্থা এইচবিএন নেটওয়ার্ক এর সঙ্গে ৩.৬৬ কোটি টাকার বিনিময়ে পাঁচ বছরের চুক্তিও সম্পাদিত হয়েছে ভারতীয় রেলের। রোজ সকাল ৮ টা থেকে ৯ টা পর্যন্ত এই শপিং-এর সুবিধা পাবে রেলযাত্রীরা। একেবারে বিমানের ধাঁচে নির্দিষ্ট ইউনিফর্ম পরে দুজনে পণ্য নিয়ে বিক্রি করবেন ট্রেনের ভিতর। তবে এই সব পণ্য নিয়ে কোনরকম প্রচার করতে পারবেন না ইউনিফর্মধারী দুই পণ্য বিক্রয়কারী। আপাতত মুম্বাই ডিভিশনে এই ব্যবস্থা পরীক্ষামূলক ভাবে চালানো হবে।
এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন ট্রেনে মিলবে এই পরিষেবা
প্রথম ধাপ: বান্দ্রা থেকে অমৃতসরগামী পশ্চিম এক্সপ্রেস
বান্দ্রা জম্মু তাওয়াই বিবেক এক্সপ্রেস
দ্বিতীয় ধাপ: বান্দ্রা থেকে গোরক্ষপুরগামী অন্ত্যোদয় এক্সপ্রেস
বান্দ্রা পাটনা সুপারফাস্ট এক্সপ্রেস
তৃতীয় ধাপ: বান্দ্রা-দিল্লি সরাই রোহিলা এক্সপ্রেস
বান্দ্রা-হরিদ্বার সুপারফাস্ট এক্সপ্রেস
চতুর্থ ধাপ: মুম্বই-আমদাবাদ শতাব্দী এক্সপ্রেস
বান্দ্রা-হিসার সুপারফাস্ট এক্সপ্রেস
পঞ্চম ধাপ: বান্দ্রা-নিজামুদ্দিন সম্পর্কক্রান্তি এক্সপ্রেস
বান্দ্রা-রামনগর এক্সপ্রেস
ষষ্ঠ ধাপ: বান্দ্রা-লখনউ এক্সপ্রেস
বান্দ্রা-জয়পুর এক্সপ্রেস
সপ্তম ধাপ: বান্দ্রা-নিজামুদ্দিন গরিবরথ এক্সপ্রেস
বান্দ্রা-পলিতনা এক্সপ্রেস
অষ্টম ধাপ: বান্দ্রা-জয়সলমীর এক্সপ্রেস
বান্দ্রা-ভেরাভল এক্সপ্রেস