Date : 2024-03-29

উদ্বোধন হল ৪৩ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা

কলকাতা: সল্টলেকের সেন্ট্রাল পার্কে উদ্বোধন হল ৪৩ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার। যেহেতু এবার বইমেলার থিম কান্ট্রি গুয়াতেমালা তাই বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গুয়াতেমালার রাষ্ট্রদূত জিয়োবান্নি কাসতিয়ো। বৃহস্পতিবার বইমেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, সাধন পাণ্ডে, দোলা সেন, সব্যসাচী দত্ত, সুজিত বসু, নির্বেদ রায়, সুবোধ সরকার, চিন্ময় গুহ, নৃসিংহপ্রসাহ ভাদুড়ি, যোগেন চৌধুরী, শুভাপ্রসন্ন, পাবলিশার্স অ্যান্ড গিল্ডের ডিরেক্টর সুধাংশুশেখর দে এবং সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় প্রমুখ। থিম কান্ট্রির পাশাপাশি এবার বইমেলার ফোকাস লেপচা। এবারের বইমেলায় থাকছে ৬০০টি বইয়ের স্টল এবং ২০০ লিটল ম্যাগাজিন। লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন উৎসর্গ করা হয়েছে সদ্য প্রয়াত কবি পিনাকী ঠাকুরের নামে।

এই বছর বইমেলা চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। বইমেলার সময়সূচী প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত। বইমেলায় থাকছে বাংলাদেশের একাধিক স্টল। বাংলাদেশের প্যভিলিয়নটি গড়ে উঠছে রোজ গার্ডেনের আদলে। মেলার শেষের আগের দিন বাংলাদেশ দিবস পালন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী ও বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এছাড়া ৭ ও ৯ ফেব্রুয়ারি বইমেলায় অনুষ্ঠিত হবে ষষ্ঠ বর্ষ কলকাতা সাহিত্য উৎসব। এবার বইমেলায় বিশেষ পরিষেবা হিসাবে ওয়াইফাই পরিষেবার ব্যবস্থা করেছে মেলা কর্তৃপক্ষ। অ্যাপের মাধ্যমে স্টল নিয়ন্ত্রণ করার ব্যবস্থাও থাকছে বইমেলাতে। তাছাড়া বিশেষ সুরক্ষা ব্যবস্থা হিসাবে থাকছে দমকলের নিজস্ব স্টল।