ওয়েব ডেস্ক: অ্যাডিলেডে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরালো ভারত। অজিদের গড়ে দেওয়া ২৯৯ রানের টার্গেট ৪ বল বাকি থাকতেই তুলে ফেলল কার্তিক, ধোনিরা। অনবদ্য শতরান করেন বিরাট কোহলি। এদিন একদিনের ক্রিকেটে নিজের ৩৯তম সেঞ্চুরিটি করলেন বিরাট। অর্ধশতরান করেন মহেন্দ্র সিং ধোনি। টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয় অজি বাহিনী। শতরান করে অজিদের শক্ত ভিত গড়ে দেন শন মার্স। ভুবনেশ্বর কুমার ছাড়া কেউই সংযত বোলিং করতে পারেননি। ১০ ওভার হাত ঘুরিয়ে ৪৫ রানে ৪ উইকেট নেন ভুবি। সামি ৩ উইকেট নিলেও তার ইকোনমি রেট ছিল প্রায় ছয়ের কাছাকাছি। নজর কাড়তে ব্যর্থ হন অভিষেক ম্যাচে খেলতে নামা মহম্মদ সিরাজও। যদিও ম্যাচ জিতিয়ে বোলারদের ত্রুটি ঢেকে দিলেন বিরাট কোহলি-মহেন্দ্র সিং ধোনিরা।