Date : 2023-03-21

খাঁটি ক্যাটস আই চিনবেন কিভাবে?

কেতুর অশুভ গ্রাস থেকে বাঁচতেই প্রধানত ক্যাটস আই ধারণ করা হয়। কেতুর শুভ প্রভাবে লটারী ,জুয়া,শেয়ার বাজারের ব্যবসা ছাড়াও হঠাৎ অর্থ উপার্জনে সাহায্য করে। আর অশুভ শুক্রর আক্রমন, পতন,ঝগড়া,যৌনরোগ,সর্পদংশন প্রভৃতির হাত থেকে বাঁচতে ক্যাটস আই ধারণ করা উচিৎ। তবে মাথায় রাখবেন,যে কোনও রত্নই তিন মাস পর থেকে ফল দেয়। ভারতের গুজরাত, রাজস্থান সংলগ্ন অঞ্চলেই মূলত ক্যাটস আই পাওয়া যায়। ভারতের বাইরে আরব, শ্রীলঙ্কা, আমেরিকা ও ব্রাজিলে এই রত্ন পাওয়া যায়। তবে গুণমানের বিচারে শ্রীলঙ্কার ক্যাটসআই সর্বশ্রেষ্ঠ ।

ক্যাটস আই সাধারণত সাদা, কালো, সবুজ, হলদে এবং শুকনো পাতার রঙের হয়। কিন্তু পাথরের ভিড়ে আসল ক্যাটস আই চিনবেন কী করে,কোনটা আসল আর কোনটাই বা নকল?

১.এই পাথর অনুমানের তুলনায় বেশি ভারী হয়।

২.শ্রেষ্ঠ ক্যাটস আই মসৃণ, চকচকে আর হাতে নিলে পিছলে পড়ে যাওয়ার মতো পিচ্ছিল ভাব থাকে।

৩.উন্নত মানের ক্যাটস আইতে তিনটি রেখা যুক্ত ডোরা দাগ দেখতে পাওয়া যায়।

৪.পাথরে চিড় ধরলে, বিন্দু বা কোনও রকম দাগ থাকলে সেই ক্যাটস আই নিম্নমানের হয়।

৫.খাঁটি ক্যাটস আই ঘষলে তাতে উজ্জ্বলতা বাড়তেই থাকে কিন্তু নকলের ক্ষেত্রে তা সম্ভব নয়।
৬.অমশৃণ,কালো দাগযুক্ত এবং জলের রঙের ক্যাটস আই দোষপূর্ণ হয়।