ওয়েব ডেস্ক: লিখতে লিখতে বানান ভুল হয় না এমন মানুষের সংখ্যা কিন্তু কম নয়। কিন্তুু যদি সেই ভুল না সংশোধন হয় সেক্ষেত্রে ভুলটাই থেকে যায় চিরতরে। ধরুন আপনি কোনও অ্যাপ্লিকেশন ফর্ম ভরছেন। আর সেখানেই বানান ভুল । এইসব ক্ষেত্রে হয় আপনার ফর্মটি বাতিল করা হবে, নাহলে আরেকটি নতুন ফর্ম নিয়ে আবার আপনাকে ফিলআপ করতে হবে। কিন্তু তাতেও যদি সুরাহা না হয়? আবার য়দি ভুল হয় বানান? তাহলে কতবার এভাবে ফর্ম পাল্টাতে থাকবেন? তাই এবার বানান ভুল ধরার জন্য আবিষ্কার করা হল একটি বিশেষ কলম। মিউনিখের লার্নস্টিফ নামের একটি প্রতিষ্ঠান এই কলমটি তৈরি করেছে। কলমটির বিশেষত্ব, ভুল বানান লিখলেই ভাইব্রেট করে উঠবে সেটি। আর আপনি সঙ্গে সঙ্গে টের পাবেন ভুল সংশোধনের। কিন্তু, সংশোধন করতে হবে নিজেকেই। কলমটি নিয়ে জার্মানির একটি সংবাদ মাধ্যমে বলা হয়, আবিষ্কৃত এই কলমটিতে ব্যবহার করা হয়েছে এক্কেবারে সাধারণ কালি। একে দেখতেও আর দশটা কলমের মতোই। তবে এই কলমটিতে বসানো হয়েছে বিশেষ ধরনের মোশান সেন্সর, একটি ছোট আকারের ব্যাটারি এবং ওয়াইফাই চিপ। যা শনাক্ত করবে কোনও ভুল বানান বা খারাপ হাতের লেখা। শুধু তাই নয়, রাখবে কলমটির গতিপথের যাবতীয় হদিশও। প্রায় দেড় বছর গবেষণার পর বিশেষ প্রযুক্তির এই কলমটি তৈরি করেছে লার্নস্টিফের গবেষকরা। তাঁরা জানান, এই কলমটিতে রয়েছে ‘ক্যালিগ্রাফি’ ও ‘অর্থোগ্রাফি’ নামে দুটি অংশ। এর মাধ্যমেই ভুল বানান লিখলে সতর্ক করবে কলমটি। শব্দভাণ্ডারের সঙ্গে লেখার অমিল হলেই কাঁপবে এই কলম।