Date : 2024-03-28

রাতে শোওয়ার আগে বারবার গলা শুকিয়ে যায়?

রাতে শোওয়ার আগে বারবার গলা শুকিয়ে যায়?মনে হচ্ছে সারাদিন যেন একটুও জল খাওয়া হয়নি? অবহেলা করবেন না। আজই পরামর্শ নিন চিকিৎসকের। মূলত কী কী কারণে এই সমস্যা হয়, দেখে নিন এক নজরে…

১. হাঁপানির সমস্যা থাকতে পারে।

২. ডায়াবেটিসের একটি লক্ষণীয় উপসর্গ।
৩. হাই প্রেশারের সমস্যা থাকলেও গলা শুকিয়ে যায়।
৪. স্নায়ুবিক সমস্যা থাকলে এমনটা দেখা যায়।
৫. অবসাদগ্রস্ত মানুষেরাও এই সমস্যায় ভোগেন।
৬. এমনকি স্ট্রোকের পূর্বাভাসও হতে পারে।

রাতে গলা শুকিয়ে যাওয়া থেকে রক্ষা পেতে যে কয়েকটি কাজ করতে পারেন:

১. অবহেলা না করে ডাক্তার দেখান
২. ধূমপান বন্ধ করুন।
৩. অভ্যাস থাকলে চা বা কফি খেতে পারেন।
৪. নাক সর্দির কারণে বন্ধ থাকলে ভেপার নিন।
৫. সারাদিন বেশি করে জল খান।