ওয়েব ডেস্ক: ফুটবলের পর এবার ক্রিকেটে আসতে চলেছে স্ট্রিট ওয়ার্ল্ডকাপ। মে মাসের শুরুতেই লন্ডনে ছোটদের স্ট্রিট ক্রিকেট ওয়ার্ল্ডকাপ শুরু হতে চলেছে। হুবহু ফুটবলের আদলে শুরু হবে এই বিশ্বকাপ। ৫০ ওভারের বিশ্বকাপ। ৭ মে এই ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল হবে লর্ডসের মাঠে। দুদিনের টুর্নামেন্ট বলে জানা গিয়েছে। ফাইনাল বাদে বাকি ম্যাচগুলি হবে কেমব্রিজের মিউনিসিপ্যাল পার্ক ও পার্কার পিসে। সাধারণত যেসব পথ শিশুরা ক্রিকেট খেলার সুযোগ পায় না তাদের জন্যই এই ক্রিকেট বিশ্বকাপের আয়োজন।
তবে শুধু ছেলেরা নয়, খেলার সুযোগ পাবে মেয়েরাও। এই ভাবনাচিন্তা নিয়ে ২০১০ সালে দক্ষিণ আমেরিকায় প্রথম ফুটবল বিশ্বকাপ করা হয়েছিল। তারপর একে একে বহু দেশই এই খেলার আয়োজন করে। তাদের মধ্যে রাশিয়া ও ব্রাজিলও এমন খেলার আয়োজন করেছিল। তবে শুধু বিশ্বকাপ নয়, অলিম্পিকেরও বন্দোবস্ত করা হয়েছিল। টুর্নামেন্টটি আয়োজন করেছে স্ট্রিট চাইল্ড ইউনাইটেড নামের একটি সংস্থা। এই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর কুমার সঙ্গকারা বলে জানা গিয়েছে। এই সংস্থার সদস্যরা মনে করছেন এই ধরনের আয়োজন থেকে বহু প্রতিভা আত্মপ্রকাশ করতে পারবে।