ওয়াশিংটন: তিনি মার্কিন প্রেসিডেন্টের পরামর্শদাতা। তাও আবার স্বয়ং ডোনাল্ড ট্রাম্পের। তিনি ট্রাম্প-কন্যা ইভাঙ্কা। শোনা যাচ্ছে এবার আরও বড় গুরু দায়িত্ব পেতে পারেন তিনি। বিশ্বব্যাঙ্কের সর্বময় কর্ত্রীর মুকুট নাকি তাঁরই মাথায় উঠতে চলেছে। বিশ্বব্যাঙ্কের বর্তমান প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। দ্বিতীয় দফার মেয়াদ শেষের বছর তিন আগেই পদ ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন জিম ইয়ং কিম। সেখান থেকেই জল্পনার শুরু। বিশ্বব্যাঙ্কের পরবর্তী প্রেসিডেন্ট হবেন কে? বেশ কয়েকটি নাম এই মূহুর্তে উঠে এসেছে হিটলিস্টে। যার দৌড়ে বেশ খানিকটা এগিয়ে রয়েছেন ইভাঙ্কা। এর পাশাপাশি রয়েছেন রাষ্ট্রসঙ্ঘের প্রাক্তন দূত নিকি হ্যালেও। প্রসঙ্গত,বিশ্বব্যাঙ্কের সূচনা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। বিশ্বব্যাঙ্কের অধিকাংশ শেয়ার রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতেই। তারাই ঠিক করে দেয় প্রেসিডেন্ট কে হবেন? ২০১২ সালে তারাই বেছে নেয় জিম ইয়ং কিমকে। তবে তাঁকে কড়া চ্যালেঞ্জের মধ্যে দিয়ে সেই পদ অর্জন করতে হয়। রীতিমতো নির্বাচনে লড়ে এই পদে আসতে হয়েছিল তাকে। এবারও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। ইভাঙ্কা এবার সেই পদে আসীন হলে সে ঘটনা নিসঃন্দেহে নজিরবিহীন হতে চলেছে।