Date : 2024-04-25

‘মোদী কোনও অ্যালোপ্যাথি ওষুধ নয়’- পাল্টা বিজেপি…

ওয়েব ডেস্ক: ব্রিগেডের মঞ্চে যখন একজোট দেশের হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বরা তখনই বিরোধীদের এই মহা জোটকে কড়া ভাষায় আক্রমন করলেন নরেন্দ্র মোদী ৷ এদিন গুজরাতের সিলবাসাতে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে নয়, দেশের মানুষের বিরুদ্ধে বিরোধীরা এই মহাজোট গড়ে তুলছে৷ এদিকে ব্রিগেডে সভা শেষ হতেই সাংবাদিক সম্মেলনে বিরোধীদের কড়া ভাষায় সমালোচনা করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মমতার ‘এক্সপায়ারি ডেট’ প্রসঙ্গকে তুলে ধরে তিনি বলেন, “মোদী কোনও অ্যালোপ্যাথি ওষুধ নয়, যে তাঁর কোনও এক্সপায়ারি ডেট থাকবে। উনি হলেন নেচারোপ্যাথি। ন্যাচারাল বড়ি, ঠাকুমার ওষুধ। যবে থেকে শুরু হয়েছে, তবে থেকেই আছে আর থাকবেও।” এদিনের এই বিশাল সমাবেশ নিয়েও প্রশ্ন তোলেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর প্রশ্ন “কার টাকায় এত জনের জন্য আয়োজন হল?” এমনকি তাঁর অভিযোগ, “পুলিশের লোক দিয়েও বিগ্রেড ভরানোর চেষ্টা হয়েছে।” সর্বভারতীয় প্রেক্ষাপটে বক্তব্য রাখতে গিয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দি ও ইংরেজিতেও বক্তৃতা দিতে শোনা যায়। সাংবাদিক সম্মেলনে তীব্র ভাষায় কটাক্ষ করেন দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতি যে ভাষাতেই সমলোচনা করুন ব্রিগেডের এই মহাসমাবেশ পদ্মশিবিরকে যে যথেষ্ট ভাবিয়ে তুলবে তা বলা অপেক্ষা রাখে না। একের বিরুদ্ধে এক, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলি যদি এই সভার সারমর্মকে বাস্তবায়িত করেন, তবে দেশজুড়ে মোদী হাওয়ার মোড়ক-কলের মুখ ঘুরে যাওয়ার আশঙ্কা তো রয়েই গেল।