কোপেনহেগেন: বিশ্বজুড়ে ঘটে চলা নানা ঘটনা যখন ক্রমে মেয়েদের জয়যাত্রাকে রুখতে চাইছে,সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাতিক্রমী পদক্ষেপ নিল ডেনমার্ক। এমনকি নতুন আইনে বলা হয়েছে বোরখা পরে জনসমক্ষে এলেই দিতে হবে মোটা অঙ্কের জরিমানা। নিয়ম ভাঙলেই এখন থেকে ১৫৬ ডলার থেকে ১৫৬০ ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে। অনেকেই মনে করছেন এটি নিসন্দেহে একটি সাহসী পদক্ষেপ। এদিকে “অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল”এর মতে, পোশাক পছন্দের ব্যাপারে সকল মহিলার নিজস্ব অধিকার থাকা উচিত। এই ধরনের নিষেধাজ্ঞার ফলে নেতিবাচক প্রভাব পড়বে মহিলাদের ওপর, যেসমস্ত মহিলারা বোরখায় মুখ ঢেকে রাখেন। অ্যামনেস্টির মতে, এই আইন খর্ব করবে তাদের অধিকার।
যদিও ডেনমার্কে ঠিক কতজন মহিলা বোরখা পরেন তার সঠিক পরিসংখ্যান জানা যায়নি। এদিকে এই আইন অবশ্য এর আগেই চালু করেছে বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ডস, বুলগেরিয়া এবং সুইজারল্যান্ড।