Date : 2024-04-20

এবার জলপথের হাত ধরে দুরত্ব কমছে দুই বাংলার…

ওয়েব ডেস্ক: দুরত্ব কমছে ভারত-বাংলাদেশের। এবার জলপথেও যাতায়াত করা যাবে এই দুই দেশের মধ্যে। সম্ভবত মার্চ মাস থেকেই চালু হয়ে যাবে এই পরিষেবা। বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমনটাই জানিয়েছেন বলে সূত্রের খবর। এদিন ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, “কিছুদিনের মধ্যে ভারত ও বাংলাদেশের মধ্যে পর্যটকবাহী নৌ-যান চালু হবে। প্রথমে ভারতের পর্যটক দল নৌপথে বাংলাদেশের সুন্দরবন ভ্রমণ করবেন।” বাংলাদেশিদের ভিসা ইস্যুর ক্ষেত্রে জটিলতা নিরসনে ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জানান, বাংলাদেশিদের ভিসা সহজ করতে রাজধানীর বাইরে বিভিন্ন স্থানে ১৫টি ভিসাকেন্দ্র চালু করেছে ভারত। এদিকে আন্তর্জাতিক পর্যটকদের নিয়ে রবিবার খুলনার মোংলা বন্দরে নোঙর করেছে বিলাসবহুল ভ্রমণতরী ‘সিলভার ডিসকোভারার’। চেন্নাই থেকে আসা এই জাহাজে চড়ে ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা ও নেদারল্যান্ডসের ৫৩ জন পর্যটক এসেছেন।