ওয়েব ডেস্ক: এবার বিদেশে মার্কিন ডলার পাচারের অভিযোগে বিপাকে পাকিস্তানের গায়ক রাহত ফতে আলি খান। তাঁর বিরুদ্ধে এই অভিযোগ এনে জবাব চেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ফতে আলি খানকে এই ঘটনার কারণ দর্শানোর জন্য নোটিসও পাঠিয়েছেন। এই পাক-গায়ক দীর্ঘদিন ধরেই ভারতের মাটিতে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন। ভারতের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে অর্জিত অর্থ তিনি বিদেশে পাচার করেছেন, এমনই অভিযোগ। ২০১১ সালে দিল্লি বিমানবন্দরে তাঁকে ও তাঁর ম্যানেজার মারুফ মারুফকে আটক করে ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টালিজেন্স। সে সময় তাঁর কাছ থেকে হিসেব বহির্ভূত প্রায় ১.২৪ লক্ষ ডলার পাওয়া যায়। ইডি সূত্রে খবর, ৮ বছর পেরিয়ে গেলেও সেই ঘটনার কোনো সদুত্তর দিতে পারেননি রাহত ফতে আলি খান। এরপর ২০১৪ সালে ফেমা আইনে ওই পাক-গায়কের বিরুদ্ধে ইডি তদন্ত শুরু করে । তদন্তে উঠে আসে, অবৈধ ভাবে ২.৪২ কোটি টাকা জোগাড় করেছেন তিনি। এই অর্থের তিনি প্রায় ২ লক্ষ ২৫ হাজার মার্কিন ডলার বিদেশে পাচার করেছিলেন। এ নিয়ে ওই পাক গায়কের জবাব চেয়েছে ইডি। তাঁর কাছে ৪৫ দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে। ইডি সূত্রে খবর, তদন্তে সহযোগীতা না করলে বা সঠিক সময়ে উত্তর না এলে ওই পাক গায়কের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।