কলকাতা: ‘স্কুলের ব্যাগটা বড্ড ভারী’, এই ভার লাঘব করতেই শিক্ষাক্ষেত্রে পাশ-ফেল প্রথা তুলে দেওয়া হয়েছিল। রাজ্যের শিক্ষাক্ষেত্রে নবগঠিত সিলেবাস কমিটির সুপারিশ অনুযায়ী বার বার বদলে ফেলা হয়েছে প্রাথমিক ও মাধ্যমিকের সিলেবাস। পাশ-ফেল না থাকলে কি সত্যিই শিক্ষালাভের গুরুত্ব কমে? ফেলের ভয়ে কি পাশ করার প্রবনতা বাড়বে? শিক্ষাক্ষেত্রে পাশ-ফেল কতটা গুরুত্বপূর্ণ পড়ুয়াদের কাছে এবার তাই নিয়ে নতুন করে উঠতে চলেছে প্রশ্ন। কারণ পঞ্চম ও অষ্টম শ্রেণীতে ফিরতে চলেছে পাশ-ফেল। শিক্ষার অধিকার আইন অনুযায়ী সব শিশুই পড়াশুনোর সুযোগ অবশ্যই পাবে, এই নিয়মের জেরে ইউপিএ সরকার ক্ষমতায় থাকাকালীন অষ্টম শ্রেণী পর্যন্ত তুলে দেওয়া হয় পাশ-ফেল ব্যবস্থা। কিন্তু বহুদিন পর ফের ফিরতে চলেছে পাশ-ফেল প্রথা। পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পাশ-ফেল ফিরিয়ে আনা নিয়ে রাজ্যসভা ও লোকসভায় পাশ হয়েছে বিল। একজন স্কুল পড়ুয়ার সঠিক ভাবে শিক্ষাগ্রহণের জন্য পাশ-ফেল প্রথা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন অধিকাংশ অভিবাবকরা, এই কারণে শিক্ষাক্ষেত্রে ফের পাশ-ফেল প্রথা ফিরিয়ে আনার প্রয়োজন আছে বলে মনে করা হচ্ছে। এই মর্মে শিক্ষার অধিকার আইনকে সংশোধন করতে নয়া বিজ্ঞপ্তি জারি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। সেই নির্দেশিকা অনুযায়ী পাশ-ফেল নিয়মের জেরে অনুত্তীর্ণ পড়ুয়া ফল প্রকাশের দু মাসের মধ্যে ফের পরীক্ষায় বসতে পারবে। অনুত্তীর্ণ পড়ুয়াকে সংশোধনের সুযোগ দেওয়ার জন্যই এই বিজ্ঞপ্তি। তবে অনুত্তীর্ণ পড়ুয়ারা কবে সংশোধনী পরীক্ষা দিতে পারবে সে বিষয় চুড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।