Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • বড়বাজার কাণ্ডে মৃত ১৪ জনের ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ। দমবন্ধ হয়ে, আগুনে পুড়ে, ঝাঁপ দিয়ে মৃত্যুর কারণ উল্লেখ রিপোর্টে। ১২ জনের দেহ তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে।
  • বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার। হোটেল মালিক আকাশ চাওলা এবং ম্যানেজার গৌরব কাপুরকে বৃহস্পতিবার সকালে গ্রেফতার হয়েছেন।
  • ‘যারা মমতার আঁচলের ছায়ায় বড় হয়ে করে খেতে বিজেপিতে এসেছে, তাদের থেকে দিলীপ ঘোষ বিজেপি শিখবে না’। দিঘায় দলের একাংশকে তোপ দিলীপের।
  • তিন বছর পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ হল পাকিস্তানে। দায়িত্ব পেলেন সামরিক গুপ্তচর সংস্থা আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ আসিম মালিক।
  • ভয়াবহ দাবানলের গ্রাসে জেরুজালেম। ব্রিটেন, ফ্রান্স, ইটালি, বুলগেরিয়া, গ্রিসের কাছে সাহায্য চেয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বন্ধ জেরুজালেম-তেল আভিভ হাইওয়ে।
  • ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আমার শ্রমিক ভাইবোনদের আমার আন্তরিক শুভেচ্ছা। আমরা আমাদের শ্রমিকদের নিয়ে গর্বিত।’ শ্রমিক দিবসের শুভেচ্ছা জানিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর।
  • বৃহস্পতিবার হালকা ঝড়-বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। দিনে তাপমাত্রা বাড়লেও রাতে তাপমাত্রা কমার সম্ভাবনা। উত্তরেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস।
  • বড়বাজারের ঘটনায় ডিসি সেন্ট্রালের নেতৃত্বে হবে তদন্ত।
  • বড়বাজারের ঘটনায় মামলা রুজু পুলিশের। ময়নাতদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু। হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু।
  • New Date 2025-5-1
  • New Time 10:34:14 PM
সৌর মন্ডলের বামন গ্রহ “পিঙ্ক প্ল্যানেট”

10
January 2019

সৌর মন্ডলের বামন গ্রহ “পিঙ্ক প্ল্যানেট”

ওয়েব ডেস্ক: অনেকদিন ধরেই সৌর মন্ডলে গোলাপি আভার সন্ধান পাচ্ছিল বিজ্ঞানীরা। তবে সৌর জগতে ঠিক কোথায় সেই আলোর উৎস তা ধরতে পারছিলেন না তারা। অবশেষে সামনে এলো রহস্য। আবিষ্কৃত হল সৌর মন্ডলের সবচেয়ে দূরবর্তী গ্রহ। সূর্য থেকে ৪.৬৫ বিলিয়ান মাইল দুরে অবস্থিত এই গ্রহের নাম ‘ফার আউট’ রাখলেন বিজ্ঞানীরা। সম্পূর্ণ বরফে ঢাকা এই গ্রহের গতি খুব ধীরে। এক হাজার বছর ধরে এই জ্যোতিষ্ক প্রদক্ষিণ করছে সূর্যকে। ১৭ ডিসেম্বর ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের মাইনর প্ল্যানেট সেন্টার এই গ্রহের অস্তিত্বের কথা জানিয়েছে। গবেষনায় বিজ্ঞানীরা জানিয়েছেন, জিবি ৫০৪ বি এই প্ল্যানেটটি বৃহস্পতির থেকেও প্রায় ১২০ গুন বড়। বরফে বেশ কিছু অংশ ঢাকা হলেও ৪৬০ ডিগ্রী ফারেনাইট তাপমাত্রা থাকার কারণে সম্পূর্ণ গ্যাসে আবৃত এই গ্রহের রং গোলাপী। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যা তার চেয়ে আরও ৯৬ গুণ বেশি দূরত্বে অবস্থান করছে অন্য আর একটি বামন গ্রহ ‘এরিস’। নাসার তরফে এরিস-কেই এখনও পর্যন্ত সৌরমণ্ডলের সব থেকে দূরবর্তী স্থানে অবস্থিত মহাজাগতিক বস্তু হিসাবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু এবার দূরত্বের বিচারে এরিস-কেও টেক্কা দিল ‘ফার আউট’। কার্নেগি ইনস্টিটিউশন অফ ওয়াশিংটন-এর জ্যোতির্বিজ্ঞানী স্কট.এস শেপার্ড এই গোলাপী জ্যোতিষ্কের আবিষ্কর্তা। তাঁর সঙ্গে সহকারী হিসাবে কাজ করেছেন হাওয়াই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড থোলেন ও নর্দার্ন অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চার ত্রুজিল্লো। বিজ্ঞানীদের মতে এই গ্রহ একটি বৃহৎ গ্যাসের বলয়। প্রবল মাধ্যাকর্ষণ শক্তি হওয়ার কারণে গ্রহানু থেকে ক্রমশ বৃহৎ আকার ধারণ করে বামন গ্রহের আকার নিয়েছে পিঙ্ক প্ল্যানেট ‘ফার আউট’।


Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election