কলকাতা: তৃণমূল কংগ্রেসের ডাকে আসন্ন লোকসভা নির্বাচনের আগে সর্বভারতীয় স্তরের বিজেপি বিরোধী নেতৃত্ব একমঞ্চে সমবেত হতে চলেছে। শনিবার সভার শেষ মুহুর্তের প্রস্তুতি শহরে হাজির হয়েছেন রাজনীতির হাই প্রোফাল নেতা-মন্ত্রীরা ৷ বিমানবন্দরে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়াকে স্বাগত জানাতে উপস্থিত হন সুব্রত মুখোপাধ্যায়। এসে পৌঁছে গেছেন হার্দিক পটেল। ব্যক্তিগত বিমানে আসবেন চন্দ্রবাবু নায়ডু, মল্লিকার্জুন খাড়গে,শরদ পওয়ার সহ বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বরা। অসুস্থতার কারণে তবে তৃণমূলের ব্রিগেড জনসভায় উপস্থিত থাকতে পারছেন না সোনিয়া গান্ধী। তিনি না থাকলেও, দিল্লি থেকেই এই সমাবেশকে সমর্থন জানিয়েছেন রাহুল গান্ধী ৷ সোশ্যাল মিডিয়ায় একটি চিঠিতে রাহুল গান্ধি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা ব্রিগেড সমাবেশকে সমর্থন জানিয়ে লিখেছেন, ‘মোদির বিরুদ্ধে বিরোধীরা একজোট হতে হবে৷ ভবিষ্যৎ ভারতের শুরু এখান থেকেই সম্ভব৷ বাংলা সব সময় সেই সুচনায় পথ দেখায় ৷’ এদিন শহরে উপস্থিত হয়ে সপা প্রধান অখিলেশ যাদব সংবাদ মাধ্যমকে জানান, “দেশের মানুষ নতুন প্রধানমন্ত্রী চাইছে। মোদী সরকারের আমলে দেশে সর্বস্তরের মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। তাই ব্রিগেড সমাবেশে মোদী বিরোধী শক্তি জোটের রাজনৈতিক দলগুলি মনোবল পাবে”। লোকসভা ভোটের আগে তৃণমূলের ব্রিগেড সমাবেশ মোদি-বিরোধী শক্তিগুলির মহাজোটের মহামঞ্চ হতে চলেছে ব্রিগেড। একসময় এই ব্রিগেড থেকে বাম শাসনের অবসান করতে ডাক দিয়েছিলেন তৃণমূল নেত্রী। এবার লোকসভার ভোট বাক্সে মোদী সরকারের উৎখাতের ডাকও এই মঞ্চ থেকেই দিলেন। মমতার দাবি, লোকসভা ভোটে ১২৫ আসনেই দৌড় শেষ করবে বিজেপি। কেন্দ্রে বিজেপিকে উৎখাত করার রাশ থাকবে ছোট দলগুলির হাতেই।