ওয়েব ডেস্ক: টেলি পর্দার এক চেনা মুখ সারা খান। বেশ মিষ্টি দেখতে। অভিনয়ও মন্দ নয়। কিন্তু সম্প্রতি লিপ সার্জারি করে এখন কটাক্ষের শিকার সারা খান। তাঁর ঠোটের গঠন পরিবর্তন করতে গিয়েই গন্ডোগল করে বসলেন তিনি। অনেকে মনে করছেন লিপ সার্জারির পর সারা তার সৌন্দর্য্য হারাতে বসেছে। টেলি পর্দায় যাবতীয় টেলি সিরিজে চেনা মুখ ছিল সারা। এখন অভিনয় তেমন না করলেও জনপ্রিয়তা কিন্তু বেশ ছিল। তবে এবারে তাঁর ফ্যান ফোলোয়িং কমতে শরু করেছে প্লাস্টিক সার্জারির কারণে৷ ন্যাচারাল বিউটি ছেড়ে হঠাৎই প্লাস্টিকে ঝুঁকেছেন নায়িকা৷ মাঝে সার্জারি করেছিলেন ঠিকই কিন্তু সেই সময় তাঁকে এতটা খারাপ দেখতে লাগেনি৷ তাই প্রথমবারের পর ফের আবার। এবার লিপ সার্জারি। যা দেখে রীতিমত চমকে উঠছে সাইবার দুনিয়া৷ ঠোঁট ফুলে এতটাই খারাপ লাগছে দেখতে যে সারাকে চিনতেই পারছে না তাঁর ফ্যানেরা৷ তবে এ কথা সারাও জানেন। তাই এখন প্রকাশ্যে আসতে চাইছেন না নায়িকা। বরাবরই ইনস্টাগ্রাম হোক বা ট্যুইটারে ঘনঘন ছবি পোস্ট করেন সারা। কখনও বিকিন পড়ে লাস্যময়ী ছবি হোক বা পুরোপুরি নগ্ন হয়ে সাহসী ছবি, আবার কখনও শাড়ি পরে আদর্শ ভারতীয় নারী। সব কিছুতেই রূপ ঠিকরে পরে তাঁর৷ কিন্তু লিপ সার্জারিতে তাঁর এভাবে ফ্যানফলোয়ার কমতে শুরু করবে তা বোধহয় নায়িকা নিজেও ভাবেননি।