Date : 2024-04-25

নিজের স্বামীকেই দ্বিতীয়বার বিয়ে…

লন্ডন: ‘গ্রেট ব্রিটিশ বেক অফ’ একটি রান্নার প্রতিযোগিতা। আর সেই প্রতিযোগিতাতেই বিজয়ী হয়েছিলেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক নাদিয়া হুসেন। তাঁর জয় আলোড়ন ফেলেছিল গোটা দেশে। ২০১৫ সালে চূড়ান্ত পর্বে বিজয়ী হয়েছিলেন নাদিয়া হুসেন। তিনি একটি বিয়ের অনুষ্ঠানের বড় কেক তৈরি করে সেটিকে নিজের বিয়ের গয়না দিয়ে সাজিয়েছিলেন। আর এই প্রতিযোগিতার ফাইনাল পর্বটি দেখেন প্রায় দেড় কোটি দর্শক। এখনও পর্যন্ত এই পর্বটি সবচেয়ে বেশি দেখা টেলিভিশন অনুষ্ঠানের মধ্যে একটি। তবে শুধু রান্নার প্রতিযোগিতা জিতেই তাঁর খ্যাতি ছড়ায়নি। তিনি পেশায় এক টেলিভিশনের উপস্থাপক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নাদিয়ার দ্বিতীয়বার বিয়ের ছবি প্রকাশ হতেই গুঞ্জন ছড়ায়। কেননা নাদিয়া যাকে দ্বিতীয়বার বিয়ে করেছেন তিনি আর কেউ নন, তাঁরই স্বামী। নাম আবদুল হুসেন। কিন্তু কেন এমন সিদ্ধান্ত সেই প্রশ্ন করার আগেই নাদিয়া ইনস্টাগ্রামে লেখেন, এটা অভিনব কিছুই নয়। বাহুল্যতাও নয়। কেবল ভালোবাসার বহিঃপ্রকাশ। বর্তমানে তিন সন্তানের মা নাদিয়া। তিনি জানিয়েছেন, তাঁর ১৯ বছর বয়সে পরিবার থেকে পছন্দ করে বিয়ে দেওয়া হয়। বিয়ের আগে তিনি তাঁর স্বামীকে কেবল একবারই দেখেছিলেন। তাঁর কাছে তখন একজন সম্পূর্ণ অচেনা মানুষ ছিল স্বামী আবদুল হুসেন। কিন্তু বিয়ের পর সেই মানুষটিকেই নতুন করে চিনতে শুরু করেছিলেন নাদিয়া। একজন মানুষের ভালোমন্দ সবটা গ্রহণ করতে হয় বিয়ের পর। আর সেই ধৈর্য ধরে রেখেছিলেন তিনি। অপরিচিত একজন মানুষের সঙ্গে বিয়ের পর দুই সন্তান জন্ম দেওয়ার পরে, স্বামীর প্রতি প্রেম অনুভব করেছিলেন নাদিয়া। অকপটে সেই কথা স্বীকার করে ভালোবাসার স্মৃতিতে তাই নিজের স্বামীকে দ্বিতীয়বার বিয়ে করলেন নাদিয়া।