Date : 2024-04-24

গতির লড়াইয়ে ফের সেরা ‘জিও’…

ওয়েব ডেস্ক: ৪ জি স্পিডে সেরা পরিষেবা দিয়ে এবার দেশের শীর্ষস্থান দখল করে রইল রিলায়েন্স জিও নেটওয়ার্ক। এই বছর দেশে মুকেশ আম্বানির সংস্থা শ্রেষ্ঠ নেটওয়ার্ক প্রদানকারী হিসাবে নির্বাচিত হয়েছে। যদিও রিলায়েন্স জিও মানের অবনতি হয়েছে বলে ট্রাইয়ের সাম্প্রতি রিপোর্টে দাবি করা হয়েছে। একটি পোর্টালের মাধ্যমে বিভিন্ন টেলিকম সংস্থার ৪ জি ইন্টারনেট স্পিড সংক্রান্ত তথ্য প্রকাশ করে ট্রাই। ওই সময় রিলায়েন্স জিও-তে গড় ৪জি ডাউনলোড স্পিড ছিল ২০.৩ Mbps। এরপর অক্টোবরে বেড়ে ২২.৩ Mbps হয় জিও-র ডাউনলোড স্পিড, সেখানে এয়ারটেলের মতো অন্য নেটওয়ার্কগুলির স্পিড ছিল ৯.৫ mbps থেকে ৯.৭ mbps। তারপর থেকেই অন্যান্য নেটওয়ার্ককে টেক্কা দিয়ে অনেকটাই এগিয়ে থাকে রিলায়েন্স জিও-র নেট স্পিড। সম্প্রতি ভোডাফোন ও আইডিয়া একসঙ্গে সংযুক্ত হয়ে ভোডাফোন আইডিয়া নামে পরিষেবা দিচ্ছে। তবে তাদের যৌথ পরিষেবাকেও পিছনে ফেলে এগিয়ে গেছে রিলায়েন্স জিও। আসলে ভোডাফোনের ৪জি নেটওয়ার্ক উন্নত হলেও আইডিয়ার পরিষেবা অনেকটাই পিছনে পড়ে আছে। অক্টোবরের তুলনায় নভেম্বরে আইডিয়ার ৪জি নেটওয়ার্কে ডাউনলোড স্পিড বেশ কিছুটা হ্রাস পেয়েছে। তবে আপলোড স্পিডের ক্ষেত্রে এখনও শীর্ষে আইডিয়া ভোডাফোন জুটি।