Date : 2024-02-28

ভারতের কাছে লজ্জার হার… ভাগ্য ফেরাতে জার্সি বদল অজিদের?

ওয়েব ডেস্ক: না,তেমনটা অবশ্য মানতে নারাজ অস্ট্রেলিওবাহিনী। তাঁরা বলছেন শুধুই নাকি ‘জাস্ট ফর আ চেঞ্জ’। ভারতের কাছে টেস্ট সিরিজে হারের পরই কি ভাগ্য ফেরাতে নতুন টোটকা অজি-বাহিনীর ? এবার পুরোনো জার্সিই নাকি লাকি চ্যাম্প হতে চলেছে অ্যারন ফিঞ্চের দলের। ওয়ানডে-র জার্সিটাই বদলে ফেলতে চলেছে টিম অস্ট্রেলিয়া। ৩৩ বছর আগের সেই রেট্রো হলুদ-সবুজ জার্সিতে ফিরছে অজি-ব্রিগেড। যে জার্সিতে খেলে ১৯৮৬-র ত্রিদেশীয় সিরিজে এক অপ্রতিরোধ্য জয় তাঁরা অর্জন করেছিল। এবার সেই জার্সি জয়ের মুখ দেখাতে পারে কিনা সেটাই এখন দেখার। শনিবার সিডনিতে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচ । অস্ট্রেলিয়া সফরের পরই নিউজিল্যান্ড সফর। জার্সি বদলে ঘরের মাঠের ম্যাচে কি তবে জয় আসবে? অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজ শেষ হচ্ছে আগামী ১৮ জানুয়ারি।