Date : 2024-04-19

TRAI-এর নয়া নিয়মে টিভি দেখার খরচ কমছে…

নয়াদিল্লি: টিভি দেখা এখন বড় বালাই। কেবল টিভি-র নয়া নিয়মের ঘেরাটোপে অনেকের মনে এখন একটাই প্রশ্ন, কেবল চ্যানেল দেখা কি আরও দামি হচ্ছে? এবার আপামর জনসাধারণের সমস্যা মেটাতে উত্তর দিয়েছে TRAI। তাদের দাবি, নতুন নিয়মে কেবল টিভি দেখার খরচ বাড়বে না বরং কমবে ধীরে ধীরে। অগামী মাস থেকেই চালু হয়ে যাচ্ছে ‘MRP-based model’-এর নতুন নিয়ম ৷ TRAI-এর চেয়ারম্যান আরএস শর্মা জানিয়েছেন, নতুন নিয়মে কোনও গ্রাহকের লগ ইন করতে দেরি হলেও সংশ্লিষ্ট গ্রাহকের কেবল চ্যানেল ব্ল্যাক-আউট হবে না৷ তাঁর আরও দাবি,বেশির ভাগ গ্রাহকই নতুন সেট-আপে চলে যাবেন ফেব্র‌ুয়ারির মধ্যেই এবং তাঁরা কম টাকায় কেবল চ্যানেল উপভোগও করবেন৷ বর্তমানে নতুন নিয়মের গোরোয় অনেকেই কেবল টিভি দেখতে পাচ্ছেন না বলে যে অভিযোগ করেন তাও উড়িয়ে দিয়েছেন TRAI চেয়ারম্যান৷ তিনি বলেন আগে মানুষকে জোর করে তাঁর অপছন্দের চ্যানেল দেখানো হত৷ এ বার গ্রাহকরা নিজেরাই পছন্দের চ্যানেল বেছে নেবেন৷ ট্যারিফ হিসেব করে নেবেন৷ কেবল-এর নতুন নিয়মে বেসিক প্যাকেজে ১০০টি ফ্রি-টু-এয়ার চ্যানেল দেওয়া হবে মাসিক ১৩০ টাকায়, তার মধ্যে দূরদর্শনের ২৫টি চ্যানেল থাকবে।