ওয়েব ডেস্ক: কয়েকদিন যাবৎ চিনা স্যাটেলাইট থেকে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। কেননা ছবিটি দাবি করছে, চিনা স্যাটেলাইটের মাধ্যেমে ২৪.৯ বিলিয়ন পিক্সেল কোয়ান্টাম প্রযুক্তি ব্যবহার করে তবেই এই ছবি তোলা সম্ভব হয়েছে। আদতে ছবিটির বিশেষত্ব হল, এটিকে জুম অপশনে গিয়ে ক্লিক করলে রাস্তায় হাঁটাচলা করা লোকেদের মুখ এমনকি তারা কোনদিকে তাকিয়ে হাঁটছেন বা বসে আছেন সবটাই পরিষ্কার দেখতে পাবেন। আর জুম করলে ঠিক সেটাই দেখা যাচ্ছে। এমনকি নদীর অন্য পারের মানুষদের হাঁটাচলাও আপনি স্পষ্ট দেখতে পাবেন এই ছবিতে। প্রসঙ্গত সূত্র মারফত জানা গিয়েছে, ভাইরাল ছবিটি ৩৬০ ডিগ্রি পাখির চোখের কৌণিক দৃশ্য সম্বলিত ক্যামেরায় তোলা। তবে এই ছবির পিছনে লুকিয়ে রয়েছে অন্য রহস্য। আদতে এই ছবিটি একেবারেই স্যাটেলাইট থেকে তোলা নয়। ছবিটি সাংহাই সিটির। জিংকুন প্রযুক্তি ব্যবহার করে এই ছবিটি তোলা হয়েছে। আর এই ছবিটি ২০১৮ সালেরও নয়। ছবিটি তোলা হয় ২০১৫ সালে। চিনের ওরিয়েন্টাল পার্ল টাওয়ার থেকে এই ছবিটি তোলা হয়, এবং এই ছবিটিকে ২০১৫ সালে সাংহাই শহরের সংবাদ মাধ্যম ‘ফটোগ্রাফ দ্য সিটি’ নামে অভিহিত করে। সংস্থার অফিসিয়াল ওয়েব সাইটের তথ্য অনুযায়ী, এই ছবিটি এশিয়ার বৃহত্তম ও বিশ্বের তৃতীয় বৃহত্তম ছবি। এই ছবিটি এক বছরে ৮.২ মিলিয়ন ভিউ পেয়ে থাকে। পরবর্তীকালে এটি বিশ্বের ‘সিটি কার্ড’ নামে পরিচয় পায়।