ওয়েব ডেস্ক: রাস্তা দিয়ে আপনমনে চলেছেন আপনি। আচমকা তেড়ে এল এক পাল কুকুর বা একটি কুকুর। আপনিও ভয়ে প্রাণপণে দৌড়চ্ছেন। কিন্তু ‘না’, ঠিক এই ভুলটাই করবেন না। আত্মারাম খাঁচাছাড়া হলেও ঠান্ডা মাথায় মোকাবিলা করুন পরিস্থিতির। তাহলে কি করবেন? প্রথমত, অযথা আতঙ্কিত হবেন না। কেননা আপনার ভয় পাওয়া মুখটা আপনি দেখতে পাচ্ছেন না। কিন্তু সেটাই টের পেয়ে যাচ্ছে আপনার বিপরীতে থাকা প্রাণীটি। দ্বিতীয়ত, একেবারেই দৌড়োনোর চেষ্টা করবেন না। কারণ দৌড়োলে কুকুর আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। তাছাড়া আপনি যদি দৌড়তেও চান তাহলে রাস্তায় এঁকেবেঁকে দৌড়োন। ভুলেও সোজা দৌড়বেন না। আপনার গতির রকম ফের দেখে থেমে যেতে পারে প্রাণীটি। তৃতীয়ত, কুকুর হোক বা অন্যকোনও প্রাণী ক্ষেপে গেলে কখনওই তাদের চোখে চোখ রাখবেন না। তাহলেই সর্বনাশ। এছাড়াও রাস্তায় বসে পড়ে ইঁট তোলার ভঙ্গিমায় কুকুরটিকে ভয় দেখাতে পারেন বা পকেটে দেশলাই থাকলে একটা দেশলাই কাঠি জ্বালিয়ে কুকুরটির দিকে ছুঁড়ে দিতে পারেন। তবে আঘাত না করে ভয় দেখানোর জন্য এই পদ্ধতি কার্যকর করতে পারেন। এতেই অনেকটা নিরাপদ অনুভব করবেন আপনি। আর এরপরও যদি মনে হয় আপনি নিরাপদ নয়, তাহলে আত্মবিশ্বাসের সঙ্গে কুকুরটির উদ্দেশ্যে বলুন ‘যাও’ কিংবা ‘না’। এতেই অনেকটা কাজ হবে। মনে রাখবেন কুকুরই কিন্তু সবচেয়ে বিশ্বাসী প্রাণী। কখনওই তারা ক্ষতি করে না। হতেই পারে কোনও কারণে ভয় পেয়ে প্রাণীটি এমন আচরণ করছে।