ওয়েব ডেস্ক: বুকে ব্যাথা সঙ্গে কাশি। ঘরোয়া ওষুধে কাজ না হওয়ায় চিনের ফুজিয়ান প্রদেশের বাসিন্দা ৩৭ বছর বয়সী পেং ছুটছিলেন হাসপাতালে। সেখানকার ডাক্তাররা যখন পেং-কে পরীক্ষা করেন, তাদের চক্ষু চড়ক গাছ। যে ধরনের ফুসফুসের সমস্যায় তিনি আক্রান্ত তা নাকি রীতিমতো বিরল। এবং কারন শুনলে আপনি চমকে যেতে বাধ্য। প্রতিদিন অফিস থেকে বাড়ি ফেরার পর। যখন জুতো খুলতেন পেং নিজের মোজার গন্ধ শুকে নিতেন তিনি। দীর্ঘদিন ধরে চলা এই অভ্যেসের জেরেই জুতো থেকে তৈরি হওয়া এক ফাংগাল ইনফেকশনে আক্রান্ত হন তিনি। রীতিমতো প্রাণঘাতি নাকি এই ইনফেকশন! তার এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছে। অনেকেই নাকি এই একই অভ্যেসের শিকার। এর প্রধান কারণ পরের দিন সেই মোজা আবার ব্যবহার করা যাবে কিনা তা নিশ্চিত করতেই নাকি এমন করেন তারা। আপনার এই অভ্যেস থাকলে দ্রুত বদলে ফেলুন!