নয়াদিল্লি:প্রাক্তন সিবিআই প্রধান অলোক বর্মা সংক্রান্ত সমস্ত তথ্য প্রকাশের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে। আজ প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে লোকসভায় বিরোধী দলনেতা আর্জি জানান, ১০ই জানুয়ারি উচ্চক্ষমতা সম্পন্ন তিন সদস্যের কমিটি যে বৈঠকে বর্মার অপসারণের সিদ্ধান্ত নেয়, সেই বৈঠকের বিবরণী প্রকাশ করুন। পাশাপাশি অলোক বর্মাকে নিয়ে ভিজিল্যান্স কমিশনের রিপোর্ট সহ সমস্ত তথ্য জনসমক্ষে আনার দাবি জানিয়েছেন মল্লিকার্জুন খাড়গে।