Date : 2024-03-29

“উইম্বলডন হতেই পারে বিদায়ের মঞ্চ”: ফেডেরার

ওয়েব ডেস্ক:”উইম্বলডন হতেই পারে বিদায়ের মঞ্চ”। কোনোদিনই অবসরের বয়স বেঁধে দেননি তিনি। তিনি টেনিস কিংবদন্তি রজার ফেডেরার। কিন্তু অ্যান্ডি মারের অবসর ঘোষণার পর তাঁর এই মন্তব্য জল্পনা উস্কে দিয়েছে। তবে এটাই কি তাঁর শেষ ম্যাচ? এবার কি তবে অবসর নিতে চলেছেন ২০টি গ্র্যান্ডস্ল্যামের মালিক রজার ফেডেরার? আজ থেকে মেলবোর্নে বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন শুরু হয়েছে। রজার ফেডেরারের সামনে এখন পুরুষদের সিঙ্গলসে হ্যাটট্রিকের হাতছানি। রজার ১৯৯৮ সালে টেনিসের ময়দানে পা রাখেন । কেরিয়ারের ২১ তম বছরে এসেও ফেডেক্সের লড়াকু,জেদী মনোভাবের এক ছটাকও পরিবর্তন হয়নি। সময়ের সঙ্গে জয়ের খিদে আরও বেড়েছে। ২০২০ সালের টোকিও অলিম্পিকের আগে এই ২০টি গ্র্যান্ডস্ল্যামের মালিক মোটেই র‌্যাকেট তুলে রাখছেন না।