Date : 2024-04-26

এবার রাম, সীতা, লক্ষ্মণেরও পেনশনের ব্যবস্থা করবে সরকার?

ওয়েব ডেস্ক:ভোটের আগে কল্পতরু সরকার। এবার সন্ন্যাসীদের জন্য পেনশন চালু করতে চলেছে যোগী সরকার। শুধুমাত্র ৬০ বছরের বেশি বয়সী হিন্দু সন্ন্যাসীরাই এই পেনশন প্রকল্পের আওতায় পড়বেন,এমনটাই উত্তর প্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে। উত্তর প্রদেশের নানা প্রান্তে ৩০ জানুয়ারি পর্যন্ত নাম নথিভুক্ত করতে শিবির খোলা হবে, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি আরও বলেন,’উত্তর প্রদেশের সমস্ত বয়স্ক মানুষকে মাসে ৫০০ টাকা করে পেনশন দেবে সরকার’। এর আগে মাসে ৪০০ টাকা করে পেনশন পেতেন তাঁরা। তবে যোগী সরকারের এই সিদ্ধান্তে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে। বিরোধিতায় সরব হয়েছে বিরোধীরা। তাদের দাবি, হিন্দু মেরুকরণের রাজনীতি করছে যোগী সরকার। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন সেরাজ্যের বিরোধী দলের নেতা অখিলেশ যাদবও। যোগী সরকারকে কটাক্ষ করে তিনি বলেন,’শুধু সাধুদেরই কেন, রামলীলায় যাঁরা রাম, সীতা, লক্ষ্মণ এমনকী রাবণের ভূমিকায় অভিনয় করে তাদেরও পেনশনের ব্যবস্থা করুক যোগী সরকার।’ সাধুদের পেনশন ২০,০০০ টাকা করা উচিত বলেও চরম কটাক্ষ করেন তিনি।