কলকাতা: ক্রিকেট মাঠেই মৃত্যু হল ২১ বছর বয়সি এক উঠতি ক্রিকেটারের। টালা পার্কে প্রতিদিনের মতোই অনুশীলন করছিলেন অনিকেত শর্মা। আগামিকাল সিএবি লিগে মিলন সমিতির বিপক্ষে খেলার কথা ছিল তার দল পাইকপাড়া ক্লাবের। হঠাৎই অনুশীলনের সময় হৃদরোগে আক্রান্ত হন এই বাঁহাতি ব্যাটসম্যান।আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া ক্রিকেটমহলে।