আজকের দিন- মঙ্গলবার, ১৫ জানুয়ারি ২০১৯
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)- দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। কোনও আইনি সমস্যার সমাধান হতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। শুভ রং: গোলাপি, শুভ সংখ্যা: ৬
বৃষ (২১ এপ্রিল – ২১ মে)- ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যে কোনও চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নিন। প্রেমে সাফল্যের দেখা পাবেন। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন। শুভ রং: সাদা। শুভ সংখ্যা: ৩
মিথুন (২২ মে – ২১ জুন)- বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। স্বাস্থ্য ভালো যাবে। শুভ রং : কাঁচা হলুদ। শুভ সংখ্যা : ১৬
কর্কট (২২ জুন – ২২ জুলাই)- চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। শুভ রং : আকাশি। শুভ সংখ্যা : ৮
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)- কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হতে পারে। যে কোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। পাওনা আদায়ে কুশলী হোন। তীর্থভ্রমণ শুভ। শুভ রং : কালো। শুভ সংখ্যা : ৪
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)- ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। পাওনা আদায়ে কুশলী হোন। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। শুভ রং : সবুজ। শুভ সংখ্যা : ২
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)- ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। যাত্রাপথে সতর্ক থাকুন। শুভ রং : লাল। শুভ সংখ্যা : ৭
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)- দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। দূরের যাত্রা শুভ। শুভ রং: কমলা। শুভ সংখ্যা : ৯
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)- বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ। শুভ রং: ধূসর। শুভ সংখ্যা: ১৫
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)- মাথার যন্ত্রণার কারণে সমস্যা হতে পারে। বিভিন্ন খাতে অর্থব্যয়ের যোগ রয়েছে। অতিরিক্ত স্বার্থপরতার কারণে প্রিয়জনের বিরাগভাজন হবেন। মেশিনারি পার্টস বা ইলেকট্রনিক্স জাত দ্রব্যের ব্যবসায়ে অর্থ বিনিয়োগে লাভবান হবেন। শুভ রং: সোনালি। শুভ সংখ্যা: ১১
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)- আপনার আজকের দিনটি শুভাশুভ মিশ্রিত। নার্ভ বা পেশির ব্যথায় কষ্ট হতে পারে। কেমিকেল, কাঁচ ও ফ্যান্সিজাত দ্রব্যের ব্যবসায়ে আজ অর্থ বিনিয়োগ নিয়ন্ত্রণ করুন। প্রেমজ সম্পর্কে কোনও হঠকারিতামূলক সিদ্ধান্ত নেবেন না। শুভ রং: হালকা সবুজ। শুভ সংখ্যা: ৯
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)- ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে। শুভ রং: লাল। শুভ সংখ্যা: ৬