Date : 2024-04-23

আগুন আতঙ্ক কাটিয়ে ‘গুপি বাঘা’-র হাত ধরে ছন্দে ফিরছে প্রিয়া সিনেমা

কলকাতা: ভয়াবহ আগুনের স্মৃতি আজ অতীত। দীর্ঘ প্রতীক্ষার পর ফের ছন্দে ফিরতে চলেছে প্রিয়া সিনেমা হল। ২১ ফেব্রুয়ারি ফের সাধারন মানুষের জন্য খুলে যাবে প্রেক্ষাগৃহটি। প্রেক্ষাগৃহ খোলার দিন বিশেষ অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে। এদিন বিকেলের বিশেষ স্ক্রিনিং-এ থাকবে “গুপি বাইন বাঘা বাইন” ছবির প্রদর্শনী। নিজেদের প্রোডাকশন হাউজের এই ছবি দিয়েই সাত মাস আগের অভিজ্ঞতাকে ভুলে ছন্দে ফিরতে চলেছে প্রিয়া। প্রেক্ষাগৃহের মালিক অরিজিৎ দত্ত বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় প্রেক্ষাগৃহ খোলা সম্ভব হয়েছে। মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার প্রেক্ষাগৃহের দ্বার উদঘাটনের সময় উপস্থিত থাকবেন তিনি। গত ৩১ জুলাই রাতে শো চলাকালীন প্রিয়া সিনেমায় আগুন লাগে। দমকল দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন ছড়াতে পারেনি। আগুন লাগার ঘটনায় প্রেক্ষাগৃহ থেকে নিরাপদেই বের করে নিয়ে আসা হয় মানুষকে। অগ্নি নির্বাপক ব্যবস্থার কিছু ত্রুটির কথাও জানিয়েছিলেন দমকল কর্তৃপক্ষ। উপযুক্ত ব্যবস্থা নেওয়ার পরই এই হল খোলার ছাড়পত্র দিয়েছে দমকল কর্তৃপক্ষ। প্রেক্ষাগৃহের মালিকের অভিযোগ, পাশে একটি মোমবাতির দোকান থেকে এই আগুন ছড়িয়ে পড়েছিল। কিন্তু তদন্তের পর দমকলের তরফে অবশ্য প্রেক্ষাগৃহের এসি মেশিন খারাপ হওয়ার তত্ত্বকে সামনে আনা হয়। এবার নির্দিষ্ট অগ্নি নির্বাপন বিধি মেনেই হলটি আবার চালু করার কথা ভাবছেন এমনটাই জানিয়েছেন হলের মালিক অরিজিৎ দত্ত। আগামী ২২ ফেব্রুয়ারি থেকেই নতুন ছবির স্ক্রিনিং শুরু হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।