Date : 2024-04-20

শহিদদের পরিবারকে আর্থিক সাহায্য বিগ-বি’র

ওয়েব ডেস্ক: পুলওয়ামায় জঙ্গি হামলায় শোকস্তব্ধ দেশের সব মহলের মানুষ। জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ এই হামলার তীব্র সমালোচনা করেছেন। এখনো পর্যন্ত পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় মৃত শহিদ জওয়ানদের সংখ্যা ৪৪ জন। সরকারি তরফে শহিদ পরিবারের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করা হলেও দেশের বিভিন্ন মহলের থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। পুলওয়ামার ঘটনায় শহিদ পরিবারের পাশে দাঁড়ালেন বলিউডের বিখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন। তিনি জঙ্গি হামলায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ব্যক্তিগত ভাবে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেবেন বলে জানিয়েছেন। অমিতাভ বচ্চনের তরফ থেকে এই অনুদানের বিষয়টির সত্যতা স্বীকার করেছেন তাঁর মুখপাত্র। এই সাহায্য কেন্দ্রীয় সরকারের মাধ্যমে শহিদ পরিবারের কাছে পৌঁছে দেবেন বলে জানানো হয়েছে। দেশের উপর ঘটে যাওয়া সন্ত্রাসের ঘটনায় একটি অনুষ্ঠান সূচীও বাতিল করেন বিগ বি। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল বিরাট কোহলির, তিনিও এই অনুষ্ঠান বাতিল করেন। এই ঘটনায় গভীর ভাবে মর্মাহত অমিতাভ বচ্চন।