ওয়েব ডেস্ক: ক্রিকেটের দর্শকরা এখন বড় স্কোরিং ম্যাচ দেখতে অভ্যস্ত হয়ে গেছেন। রবিবারের ম্যাচ ছিল টিভি পর্দা থেকে একমুহুর্তের চোখ না সরানোর। ব্যাটিং-এ প্রথম থেকেই শোচনীয় অবস্থা ছিল ভারতের। সাত উইকেট খুইয়ে কষ্টে শিষ্টে ১২৬ রান তুলেছে ভারত। কিন্তু জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার কাজটাও যে সহজ হবে না তা ভারতীয়দের শরীরী ভাষাই বলে দিচ্ছিল। তবে রুদ্ধশ্বাস ম্যাচের শেষ হাসি অবশ্য হাসল অস্ট্রেলিয়া। ম্যাচের শেষ বলে জয় ছিনিয়ে নিলো তারা। এই সিরিজে ১-০ পয়েন্টে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। এদিন ব্যাট করতে নেমে মাত্র পাঁচ রানে মাঠ ছাড়ে ফিরে যান রোহিত শর্মা। তারপর ইনিংসের হাল ধরেন আরেক ওপেনার কেএল রাহুল এবং অধিনায়ক বিরাট কোহলি। তারা যথাক্রমে ৫০ ও ২৪ রান করেন। কার্তিক, ক্রুণাল পাণ্ডিয়ারা দ্রুত আউট হন। ধোনি কিছুটা চেষ্টা করেছিলেন। কিন্তু এদিন তাঁর মন্থর ব্যাটিং সমালোচনার মুখে পড়ে। ভারত তোলে ১২৭ রান সাত উইকেট খুইয়ে। কম রানের ব্যবধানে ব্যাট করতে নেমে ধাক্কা খায় অস্ট্রেলিয়া। পরপর দুটি উইকেট পড়ে যায় তাদের। চার নম্বরে নেমে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ঝোড়ো ব্যাটিং করেন ম্যাক্সওয়েল। ৫৬ রান করে চাহালের বলে আউট হন ম্যাক্সওয়েল। তাঁর ইনিংসটাই বলা যায় টার্নিং পয়েন্ট ম্যাচের। তাঁকে যদি আগেই প্যাভিলিয়নে ফেরত পাঠানো যেত তাহলে ম্যাচের রাশ ভারতের হাতে থাকত। ব্যাটিংয়ের ব্যর্থতা ঢাকতে আপ্রাণ চেষ্টা করেন বিরাটরা। ফিল্ডিং-এও এক ইঞ্চি জমি অস্ট্রেলিয়া ছেড়ে দিতে নারাজ ছিল টিম ইন্ডিয়া। ১৯তম ওভারে পর পর দুটি উইকেট নেন বুমরাহ। কিন্তু তাতেও আটকে থাকেনি অস্ট্রেলিয়ার জয়। ম্যাচ শেষে দুরন্ত ফিল্ডিং বিফলে যায় ভারতের।
খেলার ফলাফল-
ভারত- ১২৬/৭ (রাহুল ৫০, কুল্টার-নাইল ৩/২৬)
অস্ট্রেলিয়া- ১২৭/৭ (ম্যাক্সওয়েল ৫৪, বুমরাহ ১৬/৩)