বীরভূম: মঙ্গলবার গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে রাজ্য প্রশাসন বিভিন্ন ভূমিকা নিয়েছে জেলায় জেলায়। তেমনই বীরভূম জেলা পুলিশের উদ্যোগে দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য বিশেষ ভূমিকা নেওয়া হয়েছে। জেলার সমস্থ দৃষ্টিহীন পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশের উদ্যোগে। পাশাপাশি সমস্ত পরীক্ষার্থীদের হাতে জলের বোতল ও পেন তুলে দেওয়া হচ্ছে বীরভূম জেলা পুলিশের তরফে। সকাল ৯ টা থেকে ৪ টে পর্যন্ত শহরের বিভিন্ন রাস্তায় প্রবল যানজটের সমস্যা রয়েছে জেলা জুড়ে। বহু চেষ্টা করেও বীরভূম পুলিশের তরফে যানজট মুক্ত রাস্তা উপহার দিতে পারেনি স্থানীয় বাসিন্দাদের। সেই চরম ভোগান্তি থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধা করে দিতে বীরভূম পুলিশের তরফে প্রতিটি রাস্তার প্রান্তে একটি করে পুলিশ পিকেট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বীরভূম পুলিশের তরফে ডিএসপি ডিএনটি অভিষেক মন্ডল জানান, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বীরভূমের সব থানা থেকেই যানজট মুক্ত রাস্তা রাখতে এই উদ্যোগ নেওয়া হবে। জেলার মোট ২৩টি থানাতেই এই সংক্রান্ত নির্দেশ পাঠানো হয়েছে জেলা প্রশাসনের তরফে। জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা চার হাজারের বেশি। সমস্ত পরীক্ষার্থী নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে পুলিশের তরফে এমনটাই জানিয়েছেন জেলা পুলিশের আধিকারিক। পাশাপাশি দুই জন অন্ধ ছাত্র রয়েছে বীরভূম অরবিন্দ ইনস্টিটিউশনের। তাদের আবাসন থেকে পরীক্ষাকেন্দ্র অবধি পৌঁছে দেওয়া এবং পরীক্ষা শেষে ফের তাদের আবাসনে ফিরিয়ে আনার সমস্ত দায়িত্ব পালন করবে বীরভূম পুলিশ।
Facebook
Instagram
Twitter

Rplus is most proud of how its work impacts the real world and how it is using its powerful reach to campaign for and with the people of Bengal.
Recent News
- ভারতীয় দলের কোচ কি থাকবেন ইগর স্টিম্যাচ, খোলসা হয়ে যাবে আগামি কয়েক দিনের মধ্যেই
- যুবভারতীতে মোহনবাগান দলের ম্যাচ থাকলে মাঠে ঢোকা যাবে টিফো, ড্রাম, ফ্ল্যাগ, নিয়ে
- বৃহস্পিতবার এশিয়াডে নক আউট রাউন্ডের ম্যাচে খেলতে নামছে ভারতীয় ফুটবল দল
- এশিয়ান গেমসে সোনা জিতে বাংলায় ফিরলেন রিচা ঘোষ
- সিরিজে তৃতীয় এবং অন্তিম ম্যাচে দলে এসেছেন বিরাট, রোহিত, হার্দিক