Date : 2024-04-20

ইডেনে পাক ক্রিকেটারদের ছবি সরানোর দাবিতে বিক্ষোভ

কলকাতা: ইডেনে পাক ক্রিকেটারদের ছবি সরিয়ে ফেলার দাবিতে বিক্ষোভ দেখালো বিজেপি। বিক্ষোভ সামলাতে এলাকায় নামানো হয় বিশাল পুলিশ বাহিনী। পুলওয়ামায় জঙ্গি হামলার প্রতিবাদে ভারত-পাক সম্পর্কে ক্রমশ বাড়ছে উত্তাপ। সামরিক বা রাজনৈতিক ভাবে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার বদলে কূটনৈতিক ভাবে জবাব দিতে তৈরি হয়েছে ভারত। সম্প্রতি অনুষ্ঠিত হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপ। তার আগেই বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ নিয়ে চূড়ান্ত জটিলতা দেখা দিয়েছে। সমস্যার জট এতটাই যে আইসিসি এই বিষয়ে সিদ্ধান্ত নিতে চিন্তায় পড়েছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্টেডিয়াম থেকে খুলে ফেলা হয়েছে পাক ক্রিকেটারদের ছবি।

বোর্ডের মুম্বই হেডকোয়ার্টার থেকেও পাকিস্তানের ক্রিকেটারদের স্মৃতি সরিয়ে ফেলা হয়েছে৷ শুধু কলকাতার ইডেন গার্ডেন থেকে সেই ছবি সরানো হয়নি এখনও। সেই দাবিতেই শনিবার দুপুরে বিক্ষোভ দেখায় বিজেপি। এদিন দুপুর ১ টা নাগাদ বাবুঘাট থেকে ইডেন গার্ডেন পর্যন্ত মিছিল করে বিজেপির যুব মোর্চা। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক রাজু ব্যানার্জী৷ ইডেন থেকে পাক বিশ্ব জয়ী ক্রিকেটার ইমরান খানের ছবি সরানোর দাবিতে প্রয়োজনে ধরনায় বসবে বিজেপি এমন হুঁশিয়ারি দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ছবি সরানো নিয়ে সিএবি-র উপর চাপ বাড়াতেই এই কৌশল নিচ্ছে বিজেপি এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের।