গান্ধীনগর: দরজায় কড়া নাড়ছে লোকসভা ভোট। তার আগে প্রচারে কোনওরকম ফাঁক রাখতে চায় না রাজনৈতিক দলগুলি। এবার নয়া ফর্মুলাকে হাতিয়ার করে আসরে বিজেপি। এই নয়া ফর্মুলার পোশাকি নাম ‘মেরা পরিবার, ভাজপা পরিবার’। গুজরাটের আমেদাবাদ থেকে এদিন শুরু হল একমাসের এই ক্যাম্পেন। এর মাধ্যমে দেশে পাঁচ কোটি বিজেপির পতাকা তুলতে চায় বিজেপি। এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর বাড়িতে তোলা বিজেপির পতাকা। পাশাপাশি সাঁটানো হল দলের পদ্ম-প্রতীক। এরপর বিজেপির তরফে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় অডিটোরিয়াম থেকে এই প্রচার পরিকল্পনার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। সেই অনুষ্ঠানে দলের কর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা দেবেন অমিত শাহ। এছাড়া দলের নেতা-কর্মীদের সঙ্গে প্রচারের রণনীতি নিয়েও বৈঠকও করবেন। দেশবাসীর উদ্দেশ্যে এদিন অমিত শাহ একটি অডিয়ো বার্তা দিয়েছেন। তিনি বলেন, মোদী সরকারকে আবার ক্ষমতায় আনতে বাড়িতে বিজেপির পতাকা তুলুন। তার সঙ্গে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন, #মেরাপরিবারভাজপাপরিবার লিখে। প্রায় একমাস ধরে চলবে এই প্রচার। মার্চের ২ তারিখ এই প্রচার শেষ হবে।
Facebook
Instagram
Twitter

Rplus is most proud of how its work impacts the real world and how it is using its powerful reach to campaign for and with the people of Bengal.