Date : 2024-04-25

বিদ্যাসাগর হাসপাতালে উদ্বোধন হল শিশু বিভাগের

কলকাতা: সরকারী হাসপাতালের হাল ফেরাতে বহুমুখী উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এই মর্মে অনেকগুলি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে শহরে। এবার বেহালার বিদ্যাসাগর হাসপাতালে উদ্বোধন হল ২৪ শয্যা বিশিষ্ট শিশু চিকিৎসার বিভাগ। বিভাগের উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেহালা পশ্চিমের বিধায়ক তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন মেয়র পারিষদ তারক সিং ও অভিজিৎ মুখার্জী।

এছাড়াও হাসপাতালে দ্বিতীয় পর্যায় আরোও পাঁচটি শয্যা বিশিষ্ট ডায়ালসিস ইউনিটের উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আগামীকাল থেকেই শীততাপ নিয়ন্ত্রিত ২৪ শয্যা বিশিষ্ট এই শিশু বিভাগটি খুলে দেওয়া হবে রোগীদের জন্য। পাশাপাশি দ্বিতীয় পর্যায়ে তৈরি ৫টি নতুন ডায়লিসিস ইউনিট অতি দ্রুত খুলে দেওয়ার প্রয়াস করছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া এই হাসপাতালে খুব শিঘ্রই MRI ইউনিট চালু করার কথা বলেছেন শিক্ষামন্ত্রী।