Date : 2024-04-23

জানেন কি বিশ্বের সবচেয়ে স্থূল দেশ কোনগুলি?

ওয়েব ডেস্ক:”পাশের বাড়ির মোটকা ছেলে চায় যে শুধু খাবার/ পোলাও – কোরমা – রোস্ট পেলে সব একাই করে সাবার।” আপনি কি আপনার ভুঁড়ির অত্যাচারে রীতিমতো জর্জরিত? মানে শত ডায়েটেও ওজন নিয়ন্ত্রনে রাখতে পারছেন না। নিজের স্থূল দেহ নিয়ে আপনার যত চিন্তাই থাকুক না কেন, একটা খবর শুনলে আপনি খুশি হতে বাধ্য। জানেন কি বিশ্বের এমন কয়েকটি দেশ রয়েছে যেখানে মোটা মানুষের সংখ্যাই বেশী।
এমনই তথ্য উঠে এসেছে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষায়। যে তালিকায় রয়েছে এমনই ১০টি দেশের নাম।
ভেনেজুয়েলা: এই দেশটির মোট জনসংখ্যা (২৭,৭৩০,৪৬৯)র প্রায় ৩০.৮% মানুষ অস্বাভাবিক মোটা।
মার্কিন যুক্তরাষ্ট্র: দেশটির মোট জনসংখ্যার (৩১ কোটি)র প্রায় ৩১.৮% মানুয একটু বেশীই মোটা।
সৌদি আরব: এখানে প্রতি ১০০ জন মানুষের মধ্যে গড়ে ৪০ জন মানুষই অস্বাভাবিক মোটা । এই মুহূর্তে এই দেশে মোটা মানুষের পরিমান দেশের মোট জনসংখ্যার ৪০%।
কুয়েত: এই দেশের ৪২.৮% মানুষই বেশ মোটা। এখানেই প্রথম ফাস্ট ফুডের দোকান গড়ে ওঠে। যা মোটা মানুষের সংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ।
এর পাশাপাশি রয়েছে মেক্সিকো, ত্রিনিদাদ ও টোবাগো, মিশর, দক্ষিণ আফ্রিকা ও জর্দান, যেখানে মোটা মানুষের পরিসংখ্যান চোখে পড়ার মতো।