Date : 2024-03-29

কনট্যাক্ট লেন্স পরে ঘুমানোর অভ্যাস আছে? জানেন নিজের কতটা ক্ষতি করছেন…

ওয়েব ডেস্ক: চশমা ছেড়ে লেন্সে মজেছেন? লেন্স পরেই ঘুমিয়ে পড়েন? হতে পারে মারাত্মক ইনফেকশন। লেন্স পরে ঘুমোনোর অভ্যাস থাকলে স্বাভাবিকের তুলনায় ৮ গুণ বেশি ইনফেকশন হতে পারে আপনার চোখে। শুধু তাই নয়,কর্নিয়ায় হয়ে যেতে পারে গর্তও। ডাক্তারের পরামর্শে ভালো জায়গা থেকে ঠিকঠাক লেন্সই কিনেছিলেন। কিন্তু সমস্যাটা তাহলে হল কোথায়? অনেকেরই রাতে বই পড়ার অভ্যেস থাকে। অনেকদিনই এমন হয়েছে যে পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছেন। সকালে উঠে মনে পড়েছে লেন্স খোলা হয় নি। মানব শরীরের অন্যতম সেনসেটিভ অঙ্গ হলো চোখ।

যার সবসময় প্রয়োজন সঠিক অক্সিজেন, স্যালাইন এবং সঠিক পুষ্টি। কিন্তু দীর্ঘ সময় চোখের মধ্যে লেন্স আটকে থাকলে কিংবা লেন্স পরে কেউ ঘুমিয়ে পড়লে চোখের দরকারি উপাদান গুলো সঠিক সময়ে সঠিক স্থানে পৌঁছতে পারে না। গবেষণা বলছে, চোখে অক্সিজেনের অভাব হলে সেই সময় সবচেয়ে দ্রুত গতিতে ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে। এইসব ব্যাকটেরিয়া নিমেষে চোখের প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। যাঁদের চোখে ভালো রকমের পাওয়ার রয়েছে তাঁরা অনেক ক্ষেত্রেই নিজের দৃষ্টিশক্তিটা একটু ভালো করার জন্য লেন্স ব্যবহার করে থাকেন। তবে চিকিৎসকদের পরামর্শ লেন্স ব্যবহার করলে অবশ্যই সে ব্যাপারে যত্নবান হোন। ঠিক মতো খোলা-পরা করার বিষয়ে আরেকটু সাবধান থাকুন। তাহলেই এড়িয়ে চলা যাবে অনেক সমস্যা।